‘তুমিই সেরা অস্ত্র, ম্যাচের আগে বলে দিয়েছিলেন অধিনায়ক’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জীবনের সেরা বোলিং করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক দীপক চাহার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এ দিন হ্যাটট্রিক করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০৩:০৯
Share:

হুঙ্কার: বিধ্বংসী চাহার। রবিবার নাগপুরে। পিটিআই

সিরিজে ১০.২ ওভার বল করে ৫৬ রানে ৮ উইকেট দীপক চাহারের ঝুলিতে। তার চেয়েও ঝকঝকে ব্যাপার, রবিবার ৩.২ ওভার বলে করে হ্যাটট্রিক-সহ ৭ রানে ছয় উইকেট। যা দেখে মুগ্ধ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। ম্যাচের পরে তাঁর টুইট, ‘‘ব্যতিক্রমী বোলিং করল দীপক চাহার। বুদ্ধি করে বৈচিত্রকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিল ও।’’

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জীবনের সেরা বোলিং করে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক দীপক চাহার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এ দিন হ্যাটট্রিক করলেন তিনি। সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব চেয়ে সবচেয়ে কৃপণ স্পেলও এ দিন করলেন চেন্নাই সুপার কিংসের এই বোলার। এর আগে টি-টোয়েন্টিতে ৮ রানে ছয় উইকেট নিয়ে সেরা স্পেল ছিল শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের। এ দিন তাঁকেও পিছনে ফেললেন চাহার। ফলে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই।

নাগপুরে স্বপ্নের এই পারফরম্যান্সের পরে চাহারের প্রতিক্রিয়া, ‘‘স্বপ্নেও ভাবিনি আজ বল হাতে এ রকম একটা পারফরম্যান্স হয়ে যাবে।’’ এ দিন তাঁর পরিকল্পনা কী ছিল, তা জানতে চাওয়া হলে যোগ করেন, ‘‘আজ বল সুইং করেনি। তাই নতুন বলে ব্যাটসম্যানদের ফ্রন্টফুটে খেলাতে চেয়েছিলাম। টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক ম্যাচের আগেই বলে দিয়েছিল তুমিই সেরা অস্ত্র। গুরুত্বপূর্ণ ওভারগুলিতে তোমাকে বল করতে হবে। দল আমার উপর এই ভরসা রাখায় ভাল লাগছে।’’ নাগপুরে ভারতের জয়ের আর এক নায়ক শ্রেয়স আইয়ার। ৩৩ বলে ৬২ রান করে যিনি বাংলাদেশের বোলারদের মাথায় চড়তে দেননি। যে প্রসঙ্গে তিনি বলছেন, ‘‘উইকেট সহজ ছিল না। শুরুতে তাই দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু তার পরে ঠিক করি, কিছুটা সময় নিয়ে খেলি। আলগা বল পেলেই মারব। বাংলাদেশ পার্ট-টাইম বোলার আনার পরেই আক্রমণে যাই।’’ এ দিন সচিন তাঁর টুইটে প্রশংসা করেছেন শিবম দুবেরও। তাঁর প্রতিক্রিয়া, ‘‘অধিনায়ক ভরসা দিতে ছন্দ ফিরে পাই।’’

Advertisement

পন্থের পাশে সানি: উইকেটকিপার ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন সুনীল গাওস্কর। এ দিন গাওস্কর বলেন, ‘‘ক্রিকেটে দু’তিনটি ধন্যবাদহীন কাজ রয়েছে। যার মধ্যে একটি হল আম্পায়ারিং। তিনি ন’টা সিদ্ধান্ত ঠিক নিলেও একটি বুল হলেও সমালোচনা হয়।’’ যোগ করেন, ‘‘উইকেটকিপারের একটা ভুলের নিন্দা হয়। ঋষভের ক্ষেত্রেও তাই হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement