Rohit Sharma

খেলরত্নের জন্য নীরজ, রোহিত মনোনীত

কেন্দ্রীয় ক্রীড়া দফতর থেকে ভারতীয় বোর্ডের কাছে নাম মনোনয়নের নির্দেশ দেওয়া হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০৪:০০
Share:

রোহিত শর্মা-নীরজ চোপড়া।

২০২০-র রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য রোহিত শর্মাকে মনোনীত করল ভারতীয় বোর্ড। একই দিনে অ্যাথলেটিক্স ফেডারেশন মনোনীত করল নীরজ চোপড়াকে।

Advertisement

কেন্দ্রীয় ক্রীড়া দফতর থেকে ভারতীয় বোর্ডের কাছে নাম মনোনয়নের নির্দেশ দেওয়া হয়। জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯-এর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে মনোনীত হন রোহিত। শনিবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে লেখা, ‘‘শেষ তিন বছরের সমস্ত পরিসংখ্যান খতিয়ে দেখা হয়েছে। রোহিত এমন কিছু মাইলফলক ছুঁয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে যা অনেকেই কল্পনা করতে পারে না। আমরা মনে করি, রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য রোহিতই যোগ্য সদস্য। রান করার সঙ্গে ও যে ধারাবাহিকতা ও দায়িত্বজ্ঞান দেখিয়েছে, সেটাই অনেক এগিয়ে রেখেছে রোহিতকে।’’

অন্য দিকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হন। ইশান্ত শর্মা, শিখর ধওয়ন ও দীপ্তি শর্মা। তাঁদের নিয়েও প্রশংসা করেন সৌরভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement