কিংবদন্তি: উইম্বলডনে স্বমেজাজে যাত্রা শুরু করলেন ফেডেরার। জিতলেন স্ট্রেট সেটেই। সোমবার। ছবি: এএফপি
বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই টেনিস প্রেমীদের চোখ ছিল সোমবার উইম্বলডনের সেন্টার কোর্টে। রজার ফেডেরার নবম উইম্বলডন জয়ের অভিযান শুরু করলেন যে কোর্টে। প্রথম ম্যাচেই ফেডেরার সহজেই হারান সার্বিয়ার দুসান লাজোভিচকে। ফল ৬-১, ৬-৩, ৬-৪।
ক্লে-কোর্ট মরসুমে ফেডেরার খেলেননি। তাই সেন্টার কোর্টে প্রবেশ করার পরে সুইস মহাতারকা তুমুল অভ্যর্থনা পান। ৮০ মিনিটের মধ্যেই ম্যাচ জিতে তিনি গড়ে ফেলেন দু’টি নজির। ওপেন যুগে উইম্বলডনে প্রথম খেলোয়াড় হিসেবে ১০৩ নম্বর ম্যাচে নামা এবং টানা ২০ বার কোনও গ্র্যান্ড স্ল্যামে নামার রেকর্ড।
তবে ম্যাচ জেতার পাশাপাশি ফেডেরারের পোশাক নিয়েও প্রচুর আগ্রহ তৈরি হয়। গত ২৪ বছরে টেনিস বিশ্ব যে পোশাকে ফেডেরারকে দেখে অভ্যস্ত, সোমবার তিনি সেই পোশাকে নামেননি। অন্য এক স্পনসরের পোশাকে দেখা যায় ফেডেরারকে। ছিল না ফেডেরারের বিখ্যাত ‘আর এফ’ লোগোও। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চাও শুরু হয়ে যায়। তাঁর দীর্ঘ দিনের স্পনসরের সঙ্গে ফেডেরারের গাঁটছড়া শেষ হয়ে গেল কি না শুরু হয় জল্পনা। অবশ্য পরিচিত স্পনসরের পোশাকে না দেখা গেলেও তাদের জুতো পরেই নেমেছিলেন ফেডেরার।
শোনা যাচ্ছে, মার্চ মাসে ফেডেরারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের স্পনসরের চুক্তি শেষ হয়ে যায়। এর পরেই তিনি নতুন স্পনসরের সঙ্গে বিশাল অঙ্কের (১০ বছরে প্রায় ২০৬১ কোটি টাকা) চুক্তি করেন। তাদের পোশাকেই নেমেছিলেন তিনি সোমবার। ফলে, আবার ফেডেরারকে পুরনো স্পনসরের পোশাকে কখনও দেখা যাবে কি না ভক্তদের সেই প্রশ্নের জবাব এখনও স্পষ্ট নয়।
কোর্টে অবশ্য পুরনো মেজাজেই ছিলেন ফেডেরার। দুরন্ত ছন্দে তিনি স্ট্রেট গেমে ম্যাচ জেতার পরে কোর্টের বাইরেও ভক্তদের মন জয় করে নেন তিনি। ম্যাচ জিতে লকার রুমে ফিরে যাওয়ার সময় ফেডেরার যথারীতি সই এবং সেলফি শিকারিদের আবদার মেটাচ্ছিলেন। ঠিক সেই সময় এক খুদে ভক্ত ফেডেরারে দিকে প্ল্যাকার্ড এগিয়ে দেয়। যাতে লেখা ছিল, ‘আমি কি আপনার হেডব্যান্ড পরতে পারি?।’ ম্যাচ চলাকালীন মাঝে মধ্যেই টিভি ক্যামেরায় দেখা যাচ্ছিল সেই খুদে ফেডেরার ভক্তের আকুতি। সই শিকারিদের আবদার মেটানোর ফাঁকে ফেডেরারের নজর যায় সেই খুদে ভক্তের দিকে। সঙ্গে সঙ্গে তিনি নিজের ব্যাগ থেকে নিজের ‘হেডব্যান্ড’ বার করে দেন তাকে। যা দেখে সেন্টার কোর্টের দর্শকরা ফেটে পড়েন তুমুল উচ্ছ্বাসে।
মার্টিনা নাভ্রাতিলোভার পরে উইম্বলডনে ন’টি সিঙ্গলস ট্রফি জয়ের রেকর্ড গড়ার সামনে থাকা ফেডেরার ম্যাচের পরে বলেন, ‘‘প্রথম থেকেই আজ দারুণ লাগছিল কোর্টে।’’ গত বছর কোনও সেট না হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অনবদ্য নজির গড়েছিলেন ফেডেরার। এই ম্যাচের পরে তিনি টানা ২৪টি সেট জিতলেন। উইম্বলডন তাঁর কত প্রিয়, সেটা ম্যাচের পরে বুঝিয়ে দেন রজার, ‘‘কোর্টে নামার পরেই মনে হচ্ছিল যেন নিজের জায়গায় ফিরলাম। প্রথম সেটে গোড়াতেই ব্রেক পাওয়ার পরে ম্যাচ জিততে আর কোনও সমস্যা হয়নি।’’
পাশাপাশি সোমবার জয় পেলেন সেরিনা উইলিয়ামসও। বাছাই হিসেবে নামা সেরিনার মা হওয়ার পরে উইম্বলডনে প্রথম জয়ও। ৩৬ বছর বয়সি মার্কিন তারকা ৭-৫, ৬-৩ উড়িয়ে দেন আরান্থা রুস-কে। তবে হেরে গিয়েছেন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্স। চতুর্থ বাছাই স্লোয়ানকে হারান বিশ্বের ৫৫ নম্বর ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচ। ভারতীয় সমর্থকদের জন্য আবার সোমবার হতাশায় কাটল। ইউকি ভামব্রি প্রথম রাউন্ডে এক সেটে এগিয়ে থেকেও হেরে যাওয়ায়। ভারতীয় তারকা প্রায় দু’ঘণ্টা ৩৮ মিনিট লড়ে ৬-২, ৩-৬, ৩-৬, ২-৬ হারেন থোমাস ফাবিয়ানোর বিরুদ্ধে।