উইম্বলডনে প্রশ্ন একটাই, ফেডেরারকে হারাবে কে

টেনিসের কথায় ফিরে আসা যাক, গত এক দশক ধরে যে প্রশ্নটা টেনিস বিশ্বে ঘুরছে, সেটা এখনও প্রাসঙ্গিক— রজার ফেডেরারকে হারাবে কে? ৩৬ বছর বয়সি ফেডেরার এখনও নিখুঁত প্রস্তুতি পর্ব সেরে উইম্বলডনে নামছে।

Advertisement

বরিস বেকার

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০৫:৪৯
Share:

মহড়া: আজ শুরু উইম্বলডন। রবিবার প্রস্তুতিতে ফেডেরার। ছবি: রয়টার্স।

বছরের সবচেয়ে উপভোগ্য পনেরো দিন চলে এল— অন্তত আমার জন্য তো বটেই। উইম্বলডন চিরকালই আমার সবচেয়ে প্রিয় প্রতিযোগিতা। এখন তো আমার কাছে ঘর-বাড়ির মতো। সব সময়ই প্রিয় প্রতিযোগিতার জন্য আমি গলা ফাটিয়ে এসেছি। তবে কোর্টের বাইরে থেকে কাউকে সমর্থন করাটা অনেক সময়ই মাঠে নেমে খেলার চেয়ে বেশি কঠিন।

Advertisement

এ রকম একটা উজ্জ্বল আবহে আমার জন্য একমাত্র মেঘ, বিশ্বকাপ থেকে জার্মানির ছিটকে যাওয়া। যে ভাবে জার্মানি এ বার বিশ্বকাপে খেলেছে, তাতে দুঃখ হওয়ার চেয়েও আমি বেশি হতাশ। সত্যিই এই জার্মান দল শেষ ষোলোয় যাওয়ার যোগ্যই নয়।

টেনিসের কথায় ফিরে আসা যাক, গত এক দশক ধরে যে প্রশ্নটা টেনিস বিশ্বে ঘুরছে, সেটা এখনও প্রাসঙ্গিক— রজার ফেডেরারকে হারাবে কে? ৩৬ বছর বয়সি ফেডেরার এখনও নিখুঁত প্রস্তুতি পর্ব সেরে উইম্বলডনে নামছে। দুটো প্রস্তুতি টুর্নামেন্ট স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন, হ্যালে রানার্স। তাতে পরাভূতদের তালিকায় রয়েছে মিশা জেরেভ এবং নিক কিরিয়সের মতো খেলোয়াড়ও। যাতে এটা স্পষ্ট, ফেডেরার দারুণ ছন্দে রয়েছে। নোভাক জোকোভিচকে ফরাসি ওপেনে একাগ্র মনে হচ্ছিল। উইম্বলডনেও নোভাকের সাফল্য কম নেই। তবে উইম্বলডনে নোভাকের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে একটাই ব্যাপার, ফেডেরারের দাপট। পাশাপাশি অবশ্যই আমি এগিয়ে রাখব জেরেভকে। তবে ফরাসি ওপেনে চোট পাওয়াটা ওর উইম্বলডনের প্রস্তুতিতে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে।

Advertisement

আর একটা ভাল খবর, দীর্ঘদিন পরে চোট সারিয়ে অ্যান্ডি মারের কোর্টে ফেরা। তবে আমি ঠিক জানি না ও কতটা ফিট। সপ্তাহ খানেক যাওয়ার পরেও সে ব্যাপারে কিছু বলতে পারব। পাশাপাশি উইম্বলডনের আর এক প্রাক্তন চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের কথাও বলতে হবে। নাদাল অবশ্য ঘাসের কোর্টে নামার প্রস্তুতি সে ভাবে নেয়নি। তার কারণ হয়তো অনবদ্য ১১ নম্বর ফরাসি ওপেন জেতার সাফল্য উপভোগ করছিল। তবে নামটা কিন্তু রাফায়েল নাদাল। যদি ড্র-এ উঠে আসা কিছুটা কঠিন প্রথম সপ্তাহ সামলে দিতে পারে, উইম্বলডনে দ্বিতীয় সপ্তাহ থেকে রাফা বিপজ্জনক হয়ে উঠবে।

এ বার মেয়েদের সিঙ্গলসের প্রসঙ্গে আসা যাক। গারবিনে মুগুরুজা গত বারের চ্যাম্পিয়ন। এ বারও উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে। তবে মুগুরুজাকে একটাই ব্যাপার নজরে রাখতে হবে। যে দিন ও কোর্টে শুরুটা ভাল করতে পারছে না, সে দিন নিজের খেলা আরও উন্নত করে তুলতে হবে ওকে। সিমোনা হালেপ এ বার শীর্ষবাছাই এবং তার যোগ্যও। আশা করছি ও উইম্বলডনেও দারুণ খেলবে। যদিও ফরাসি ওপেনে খেলোয়াড় জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার পরে দেশে ফিরে ও নিশ্চয়ই এত দিন সংবর্ধনায় ভাসছিল। সে সব উৎসব সামলে আবার কোর্টে নামতে হবে।

তবে সবচেয়ে ভাল খবর নিশ্চয়ই সেরিনা উইলিয়ামসের বিশাল উপস্থিতি। আমার আনন্দ দ্বিগুন হয়ে গিয়েছে সেরিনাকে বাছাই তালিকায় ২৫ নম্বরে রাখায়। আশা করছি প্রথম সপ্তাহটা দারুণ কাটবে আর জার্মানির বিশ্বকাপ থেকে বিদায়ের আক্ষেপ কিছুটা হলেও মিটিয়ে দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement