ফেডেরারের নামে রাস্তা

সুইৎজারল্যান্ডের যে শহরে তিনি জুনিয়র হিসেবে ট্রেনিং করেছিলেন, সেই বিয়েলের জাতীয় টেনিস সেন্টার সংলগ্ন রাস্তার নামকরণ করা হল রজার ফেডেরারের নামে। ‘অ্যালি রজার ফেডেরার’-এর উদ্বোধনে সুইস তারকা বলেন, ‘‘আমি আপ্লুত।

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০৪:২৪
Share:

সুইৎজারল্যান্ডের যে শহরে তিনি জুনিয়র হিসেবে ট্রেনিং করেছিলেন, সেই বিয়েলের জাতীয় টেনিস সেন্টার সংলগ্ন রাস্তার নামকরণ করা হল রজার ফেডেরারের নামে। ‘অ্যালি রজার ফেডেরার’-এর উদ্বোধনে সুইস তারকা বলেন, ‘‘আমি আপ্লুত। আশা করছি এই রাস্তায় ভবিষ্যতের অনেক চ্যাম্পিয়নও হাঁটবে।’’ ২০১২ সালে জার্মানির হ্যাল শহরের একটি রাস্তাও ফেডেরারের নামে করা হয়। হ্যালের ঘাসের কোর্টে তাঁর সাফল্যের সম্মান হিসেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement