২০২২ সালের জুন মাস পর্যন্ত থাকবেন ফেডেরার, নাদাল। ফাইল ছবি
আরও একবার এটিপি প্লেয়ার্স কাউন্সিলে এলেন রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ২০২২ সালের জুন মাস পর্যন্ত তাঁরা থাকবেন।
এটিপি-র সদস্য প্লেয়ারদের ভোটে নতুন কাউন্সিল নির্বাচিত হয়েছে। কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসিম, অস্ট্রেলিয়ার জন মিলম্যান, দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন, ব্রিটেনের অ্যান্ডি মারে এবং ব্রাজিলের ব্রুনো সোরেস এটিপি প্লেয়ার্স কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের জাইলস সিমন্সের কাউন্সিলে প্রত্যাবর্তন হয়েছে। নতুনদের মধ্যে স্পেনের পাবলো আন্দুজার এবং নিউজিল্যান্ডের মার্কাস ড্যানিয়েল প্রথম কাউন্সিলে এসেছেন।
অবসর নেওয়া খেলোয়াড়দের মধ্যে ব্রিটেনের কলিন ডউডসওয়েল এবং কোচেদের প্রতিনিধি হিসেবে ভেনেজুয়েলার ড্যানিল ভালভার্দু এটিপি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন।
আরও খবর: গাড়ি দুর্ঘটনায় আজহার, অক্ষত রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক
আরও খবর: ম্যাচ সেরার পুরস্কার মা-কে উৎসর্গ করলেন অরিন্দম
২০২১ সালে কাউন্সিলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে। এর আগে কাউন্সিলের সভাপতি ছিলেন বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচ। কিন্তু অগস্টের মাঝামাঝি তিনি কাউন্সিল থেকে বেরিয়ে আসেন। প্লেয়ারদের নতুন সংগঠন তৈরি করেন।