সিংহের হুঙ্কারে শেষ পঞ্জাব

ডোয়েন ব্র্যাভোর চ্যাম্পিয়ন ডান্স চলছেই। ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতে যে ডান্সে মেতেছিল ক্রিকেট বিশ্ব। এ বার তার রেশ ছুঁয়ে গেল আইপিএলে। নতুন ফ্র্যাঞ্চাইজিরহয়ে নেমেই।

Advertisement
চণ্ডীগড় শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০৪:৩৯
Share:

চার উইকেট নিয়ে নায়ক ব্র্যাভো। সোমবার। -পিটিআই

ডোয়েন ব্র্যাভোর চ্যাম্পিয়ন ডান্স চলছেই। ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতে যে ডান্সে মেতেছিল ক্রিকেট বিশ্ব। এ বার তার রেশ ছুঁয়ে গেল আইপিএলে। নতুন ফ্র্যাঞ্চাইজিরহয়ে নেমেই। কিংগস ইলেভেন পঞ্জাবের ঘরের মাঠে ক্যারিবিয়ান বোলার চার উইকেট নেওয়া পারফরম্যান্সে।

Advertisement

রবিবারই ভূমিকম্পের আতঙ্কে কেঁপে গিয়েও হুংকার দিয়েছিলেন সুরেশ রায়না। বলেছিলেন তাঁদের দলে এমন অনেক ক্রিকেটার আছেন যাঁরা যে কোনও পরিস্থিতিতে চমকে দিতে পারেন। গুজরাত লায়ন্সের ক্যাপ্টেনের ‘সিংহনাদ’ যে ফাঁকা আওয়াজ ছিল না পাঁচ উইকেটে জয়ে সোমবার প্রমাণ করে দিলেন ব্র্যাভোরা।

অবশ্য এ দিন কিংগস প্রথমে ব্যাট করতে নামার পর যে ভাবে তাদের দুই ওপেনার মুরলী বিজয় (৪২) আর মনন ভোরা (৩৮) রানের ফোয়ারা ছোটানো শুরু করেছিলেন তাতে এক সময় মনে হচ্ছিল দু’শো রান পার করে ফেলবে কিংগস। আট ওভারেই উঠে গিয়েছিল ৭৮ রান। ম্যাচের পর রায়নাও বলেন, ‘‘আমরা ঠিক সময়ে রানের গতিটা রুখতে পেরেছি। ওদের ব্যাটিং দেখে মনে হয়েছিল দুশোর কাছাকাছি রান উঠবে। কিন্তু ব্র্যাভো, ফকনার, পিকে, জাডেজা দারুণ বল করল।’’

Advertisement

আসলে রবীন্দ্র জাডেজা দুই ওপেনারকে তুলে নেওয়ার পরই কিংগসের রানের গতি আচমকা পড়ে যায়। এর পর মিডল অর্ডারে চরম আঘাতটা করেন ব্র্যাভো (৪-২২)। কিংগসের দুই ঘাতক ব্যাটসম্যান ডেভিড ‘কিলার’ মিলার (১৫) আর গ্লেন ম্যাক্সওয়েলকে (২) তুলে নিয়ে। শেষ পর্যন্ত ঋদ্ধিমান সাহা (২০) ও মার্কাস স্টইনিস (৩৩) দু’জনের ব্যাটে ভর করে ১৬১-৬ তোলে কিংগস।

জবাবে ব্যাট করতে নেমে গুজরাত লায়ন্সকে দেখে কখনও মনেই হয়নি তাঁরা রান তোলার চাপে রয়েছে। বলা ভাল মিচেল জনসন, সন্দীপ শর্মা সমৃদ্ধ কিংগসের বোলিং সেই চাপটাই দিতে পারেনি রায়নাদের। প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাকালাম (০) ফিরে যাওয়ার পরও। কারণ, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ঝোড়ো ইনিংস। গুজরাতের রানের বেশিরভাগটাই আসে ওপেনার ফিঞ্চের ব্যাটে (৪৭ বলে ৭৪)। রায়নাও বেশি রান তুলতে পারেননি। তিনি ফেরেন ২০ রানে। ততক্ষণে অবশ্য ম্যাচের রাশ চলে গিয়েছে গুজরাতের হাতে। যার বাকি কাজটুকু সারেন দীনেশ কার্তিক (৪১ ন.আ)।

সংক্ষিপ্ত স্কোর: কিংগস ইলেভেন পঞ্জাব ২০ ওভারে ১৬১-৬ (বিজয় ৪২, ব্র্যাভো ৪-২২), গুজরাত লায়ন্স ১৭.৪ ওভারে ১৬২-৫ (ফিঞ্চ ৭৪, কার্তিক ৪১ ন.আ)।

আরও পড়ুন:
আইপিএলের বিস্তারিত সময়সূচি
আইপিএলের বিস্তারিত পয়েন্ট টেবল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement