শুভমন গিল। —ফাইল চিত্র।
প্রথম টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন শুভমন গিল। ভারতের তরুণ ব্যাটার দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ফিরলেন। তবে অ্যাডিলেডে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
শনিবার থেকে ভারতীয় দল গোলাপি বলে খেলবে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। ক্যানবেরায় হবে সেই ম্যাচ। শুভমনকে শুক্রবার অনুশীলনে দেখা গিয়েছে। ছিলেন রোহিত শর্মাও। তিনিও দলে যোগ দিয়েছেন। অ্যাডিলেড টেস্ট খেলা হবে গোলাপি বলে। সেই কারণে ক্যানবেরার প্রস্তুতি ম্যাচটিও হবে গোলাপি বলে। দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়া বরাবর ভাল ফল করে এসেছে। চার বছর আগে অ্যাডিলেডে ভারতকে গোলাপি বলেই ৩৬ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচের আগে বাড়তি প্রস্তুতিতে নজর দিয়েছে ভারত।
পার্থ টেস্টের আগে চোট পেয়েছিলেন শুভমন। ফিল্ডিং করতে গিয়ে তাঁর আঙুলে লাগে। যে কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। শুভমনের জায়গায় তিন নম্বরে ব্যাট করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। তিনি সে ভাবে নজর কাড়তে পারেননি। অ্যাডিলেডে যদি প্রথম একাদশে শুভমন ফেরেন তা হলে বসতে হবে পাড়িক্কলকে। ফিরবেন রোহিতও। তাই ওপেনিং জুটিতেও পরিবর্তন হবে। লোকেশ রাহুলকে আবার মিডল অর্ডারে ফিরতে হবে।
প্রথম টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল। যদিও বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেয় তারা। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি শতরানে ভর করে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের লক্ষ্য দেয়। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ২৩৮ রানে। ২৯৫ রানে ম্যাচ জেতে ভারত।