Argentina

২০ জনের করোনা, মিডফিল্ডার গোলে, নামানো গেল না পরিবর্ত, তবু জিতল আর্জেন্তিনার ক্লাব

একাধিক এমন জিনিস দেখা গেল বুধবারের ম্যাচে, যা সাধারণত ফুটবল ম্যাচে দেখাই যায় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৭:২৯
Share:

গোলের পর রিভারপ্লেটের ফুটবলাররা। ছবি টুইটার

দলের ২০ জন করোনায় আক্রান্ত। বাকিরা চোটে মাঠের বাইরে। কোনও মতে ১১ জনকে জোগাড় করে কোপা লিবার্তাদোরেসে সান্তা ফে-র বিরুদ্ধে নেমেছিল রিভারপ্লেট। দিনের শেষে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে ফিরল তারা।

Advertisement

একাধিক এমন জিনিস দেখা গেল বুধবারের ম্যাচে, যা সাধারণত ফুটবল ম্যাচে দেখাই যায় না। করোনা আক্রান্ত ২০ জন ফুটবলারের মধ্যে চারজনই ছিলেন গোলকিপার। ফলে মিডফিল্ডার এনজো পেরেজকে খেলতে হল গোলকিপার হিসেবে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় তিনিও ছিলেন আধা-ফিট। তবু ভাল খেললেন।

গোটা ম্যাচেই কোনও পরিবর্ত ব্যবহার করেনি রিভারপ্লেট। কারণ পরিবর্ত হিসেবে নামানোর মতো ফুটবলারই তাদের হাতে ছিল না। জুনিয়র দল থেকে ফুটবলারদের নেওয়ার আবেদন করেছিল তারা। কিন্তু সেই আবেদন আগেই খারিজ হয়ে যায়। যাঁরা নেমেছিলেন, তাঁরাও অনভিজ্ঞ। তবুও সান্তা ফে তাদের বিপদে ফেলতে পারেনি। উল্লেখ্য, কোপা লিবার্তাদোরেসে অন্যতম সফল ক্লাব রিভারপ্লেট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement