শিকার: রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট ঋষভ। গেটি ইমেজেস
ভারতীয় ইনিংস মাত্র ১৬৫ রানে থেমে যাওয়ার পিছনে একটা ঘটনার কথা বলছেন টিম সাউদি। নিউজ়িল্যান্ড পেসারের মতে, ঋষভ পন্থের রান আউটই ভারতীয় ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। ছয় মেরে শনিবারের খেলা শুরু করেছিলেন ঋষভ। কিন্তু অজিঙ্ক রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান তিনি। যেখানে রান ছিল না, সেখানে রান নিতে ছোটেন রাহানে। তাঁকে বাঁচাতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দেন ঋষভ। যেখান থেকে ৩৩ রানে পাঁচ উইকেট হারায় ভারত। রাহানেও উইকেট ছুড়ে দেন। যে দুই ব্যাটসম্যানে ভরসা রেখেছিল ভারত, তারা দু’জনেই ভুলের খেসারত দিলেন।
সাউদি বলেছেন, ‘‘সকালে ঋষভের রান আউটটা খুব বড় হয়ে গিয়েছে। ওর রান আউটটা ভারতের ইনিংসের মোড় ঘুরিয়ে দেয়। ঋষভ খুব আগ্রাসী ক্রিকেট খেলতে পারে। রাহানের সঙ্গে মিলে ও দ্রুত রান তুলে দিতে পারত।’’ সাউদি জানতেন, ঋষভ আউট হওয়ার পরে রাহানেকে আক্রমণের রাস্তায় হাঁটতে হবে। তিনি বলেছেন, ‘‘আমরা জানতাম, রাহানেকে আক্রমণ করতে হবে দ্রুত রান তোলার জন্য। তখন সুযোগ পাব ওকে আউট করার।’’ যদিও মারতে গিয়ে নন, বল ছাড়তে গিয়ে অদ্ভুত ভাবে ব্যাটের ভিতরের দিকে লাগিয়ে সাউদির বলে ৪৬ রান করে উইকেটের পিছনে ক্যাচ দেন রাহানে। দলের বোলিং নিয়ে সাউদি বলেছেন, ‘‘ওদের দু’জন আগ্রাসী ব্যাটসম্যান দিনের শুরুতে ক্রিজে ছিল। সেখান থেকে ভারতকে অল্প রানে শেষ করে দেওয়া দারুণ ব্যাপার।’’ সাউদি মনে করেন, পিচে বল অল্প হলেও ঘুরছে।