শরীরচর্চায় মন দিয়েছেন পন্থ। ফাইল ছবি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে সব ঠিকঠাক থাকলে প্রধান উইকেটকিপার হতে চলেছেন তিনিই। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি ঋষভ পন্থ। ইংল্যান্ডে যাওয়ার আগে নিভৃতবাসে থাকার সময় নিয়মিত যে ভাবে শরীরচর্চা চালিয়েছেন, তাতেই সেটা ধরা পড়েছে।
অস্ট্রেলিয়া সফরে ভাল খেলে নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠিত করেছেন পন্থ। টেকনিকের পাশাপাশি উন্নতি ঘটিয়েছেন নিজের ফিটনেসেরও। বিরাট কোহলীর দলে ফিটনেস সব থেকে বেশি প্রাধান্য পায়। সে কারণেই নিজের খাদ্যতালিকা থেকে বিভিন্ন জিনিস ছেঁটে ফেলে স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন পন্থ। পাশাপাশি জিমে গিয়ে ঘামও ঝরাচ্ছেন। সেই ভিডিয়ো নিয়মিত পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পন্থের প্রশংসা করেছেন দীনেশ কার্তিক। বলেছেন, “দলের মধ্যে দারুণ ভারসাম্য এনে দেয় ও। ফলে অতিরিক্ত একজন ব্যাটসম্যান বা বোলার খেলানোর সুযোগ পায় দল। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, বিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পারে ও। বীরেন্দ্র সহবাগ বা অ্যাডাম গিলক্রিস্ট যে ভাবে বিপক্ষকে ভয় দেখাতে পারত, সেই ক্ষমতা রয়েছে পন্থের।”