রিকি পন্টিং খুশি নন অস্ট্রেলিয়ার টি২০ দল নিয়ে। —ফাইল চিত্র
তিনি ৩ বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই রিকি পন্টিং খুশি নন অস্ট্রেলিয়ার টি২০ দল নিয়ে। তাঁর মতে দলে ফিনিশার নেই। সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগে এই রোগ সারাতে না পারলে বিপদে পড়তে হতে পারে বলেই মনে করছেন পন্টিং।
অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, “ভারতীয় দলে আগে মহেন্দ্র সিংহ ধোনি ছিল, এখন হার্দিক পাণ্ড্য রয়েছে। এরকম কোনও ফিনিশার অস্ট্রেলিয়া দলে নেই। ফিনিশার হিসেবে দারুণ সফল ধোনি। হার্দিক, কায়রন পোলার্ডরা দেশকে জয় এনে দিচ্ছে। আইপিএল-এও তারা ফিনিশার হিসেবেই ব্যাট করে।”
অস্ট্রেলিয়া দলে ফিনিশার না থাকার কারণও বার করেছেন অভিজ্ঞ পন্টিং। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানরা বিগ ব্যাশ লিগে প্রথম চারে ব্যাট করে। তারা ফিনিশার হিসেবে খেলেনি। আমাদের এমন একজনকে খুঁজে বার করতে হবে। গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মার্কাস স্টোইনিস, কে নেবে এই দায়িত্ব? উত্তর বার করতে হবে এটার।”