বিপ্লব পোদ্দার। —সংগৃহীত।
সরকারি চাকরির হুলিয়ায় শেষ হতে চলেছে ফিফা রেফারি বিপ্লব পোদ্দারের রেফারিং কেরিয়ার। মেসি ম্যাচে যাঁকে দেখা গিয়েছিল বাঁশি মুখে। সে কলকাতা লিগ হোক বা আই লিগ যে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচেই ডাক পরে বাংলার এই রেফারির। কিন্তু এই মরসুমে হয়তো আর তাঁকে দেখা যাবে না বাঁশি মুখে ফুটবল মাঠে। কারণ সরকারি হুলিয়া।
আরও খবর: ফিফা র্যাঙ্কিংয়ে ৯৬-এ উঠে এল ভারত
বিপ্লব পোদ্দার চাকরি করেন পশ্চিমবঙ্গ স্পোর্টস কাউন্সিলে। ক্রীড়া মন্ত্রক তাঁকে জানিয়ে দিয়েছে, ছুটি নিয়ে কোনও কাজ করা যাবে না। কিন্তু সে ফুটবলার হোক বা রেফারি যাঁরা চাকরি করেন সকলেই ছুটি নিয়েই খেলেন বা খেলা পরিচালনা করেন। এতদিন সে ভাবেই রেফারিং করে এসেছেন বিপ্লব। সাফল্যও এসেছে। একাধিক ডার্বি ম্যাচ পরিচালনা করেছেন সাফল্যের সঙ্গে। বাংলার সেই সফলতম রেফারির রেফারিং কেরিয়ারের ইতি হতে চলেছে। সাহায্য চেয়ে আইএফএ ও কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন বিপ্লব।
এ বার দেখার এই সমস্যার সমাধান হয় কি না। শেষ পর্যন্ত কিছু না হলে হয়তো চাকরিকেই বেছে নিতে হবে বিপ্লবকে।