BCCI

ক্রিকেটীয় অভিজ্ঞতায় কয়েক যোজন এগিয়ে, তবু বাদ আগরকর

কেন আগরকরের বদলে কুরুভিল্লা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৪:১৮
Share:

অজিত আগরকর। —ফাইল চিত্র

পশ্চিমাঞ্চল থেকে ভারতের প্রাক্তন পেসার অজিত আগরকরকে টপকে জাতীয় দলের নির্বাচক হিসেবে বেছে নেওয়া হল আবে কুরুভিল্লাকে। ক্রিকেটের অভিজ্ঞতায় কয়েক যোজন এগিয়ে থাকা আগরকরকে টপকে কুরুভিল্লাকে বেছে নেওয়া বেশ অবাক করেছে ক্রিকেটমহলকে। কিন্তু কেন আগরকরের বদলে কুরুভিল্লা?

Advertisement

কুরুভিল্লাকে নেওয়ার কারণ হিসেবে বিসিসিআই-এর এক কর্তা বলেন, “আগরকরের প্রতি আস্থা ছিল না মুম্বইয়ের। সেখানকার নির্বাচক থাকার সময় তিনি ম্যাচ দেখতেন না বলে অভিযোগ, সেই জন্যই বেছে নেওয়া হয়েছে কুরুভিল্লাকে।” তিনি আরও বলেন, “কুরুভিল্লার পিছনে যথেষ্ট বড় নামের হাত রয়েছে মুম্বই ক্রিকেট বোর্ডে। সেই তুরুপের তাস কাজেও লাগিয়েছে কুরুভিল্লা। আগরকরের ক্রিকেটীয় রেকর্ড বেশি হলেও, ভাবাই হয়নি ওর নাম।”

১১ বছর ভারতের হয়ে ক্রিকেট খেলেছিলেন পেসার আগরকর। ২৬টি টেস্ট খেলে নিয়েছিলেন ৫৮টি উইকেট। রয়েছে একটি সেঞ্চুরিও, তাও আবার লর্ডসের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। একদিনের ক্রিকেটে খেলেছিলেন ১৯১টি ম্যাচ। উইকেট নিয়েছেন ২৮৮টি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে বেছে নেওয়া হল কুরুভিল্লাকে। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর অভিজ্ঞতা মাত্র ১০ মাসের। তার মধ্যেই খেলেছিলেন ১০টি টেস্ট এবং ২৫টি একদিনের ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের ২ ফরম্যাট মিলিয়ে উইকেট সংখ্যা ৫০।

Advertisement

আরও পড়ুন: বক্সিং ডে টেস্ট থেকে বাদ ঋদ্ধি, বড়দিনে বড় দুঃখের দিন বাঙালির

আরও পড়ুন: কাজই আমার হয়ে কথা বলবে: চেতন শর্মা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement