চ্যাম্পিয়ন: সৌদি আরবে ট্রফি নিয়ে উচ্ছ্বাস রিয়ালের ফুটবলারদের। এএফপি
রিয়াল মাদ্রিদ ০ n আতলেতিকো ০
(পেনাল্টিতে রিয়াল ৪-১ জয়ী)
নতুন রূপে আয়োজিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব রিয়াল মাদ্রিদের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হওয়ার পরে পেনাল্টি শুট আউটে ৪-১ জেতে রিয়াল।
দানি কার্ভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ এবং সের্খিয়ো র্যামোস গোল করেন মাদ্রিদের হয়ে। আতলেতিকোর সল নিগুয়েজ পেনাল্টি শট ফস্কান। পাশাপাশি মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তুয়া আতলেতিকোর হয়ে দ্বিতীয় পেনাল্টি শট মারতে আসা থমাস পার্টির প্রয়াস আটকে দেন। আতলেতিকোর হয়ে এক মাত্র গোল করেন কিয়েরান ট্রিপার। চ্যাম্পিয়ন হওয়ার পরে উচ্ছ্বসিত কুর্তোয়া বলেন, ‘‘ওদের পেনাল্টি শট যারা নিতে এসেছিল তাঁদের বিরুদ্ধে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। জানতাম থমাস কোথায় শট মারতে পারে। খুব জোরে শটটা মেরেছিল। তাও গোল করতে পারেনি।’’ আতলেতিকো আবার অতিরিক্ত সময়ের শেষ পাঁচ মিনিট ১০ জনে খেলতে বাধ্য হয়। কারণ আলভারো মোরাতাকে ফাউল করার জন্য সরাসরি লাল কার্ড দেখেন ফেদেরিকো ভালভার্দে। আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিয়োনে পরে বলেন, ‘‘ভালভার্দে যে সুযোগটা পেয়েছিল সেটা কাজে লাগাতে পারলে হয়তো আমরাই জিততাম।’’
রিয়ালের বিরুদ্ধে এই নিয়ে আরও এক বার হারের মুখ দেখতে হল আতলেতিকোকে। ২০১৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল পেনাল্টিতে হারিয়েছিল আতলেতিকোকে। ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অতিরিক্ত সময়ে জিতেছিল তাঁরা। আতলেতিকো অবশ্য ২০১৮ ইউরোপিয়ান সুপার কাপে মাদ্রিদকে হারায়।
এই জয়ে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জ়িনেদিন জ়িদান দুরন্ত ধারাবাহিকতা ধরে রাখলেন। রিয়ালকে ন’টি প্রতিযোগিতার ফাইনালে তোলার পরে ন’টিতেই চ্যাম্পিয়ন করলেন ফরাসি কিংবদন্তি। যার মধ্যে তিনটি ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের। ‘‘ফুটবলার হিসেবেও নিজের সেরাটা মাঠে দিয়েছি, তাঁর ফল পেয়েছি। কোচ হিসেবেও একই রকম ঘটছে। সবার আগে আমি দলের ফুটবলারদের অভিনন্দন জানাতে চাই। আমাদের বিশ্বাস ছিল, ম্যাচটা আমরাই জিতব।’’ সৌদি আরবের কিং আবদুল্লা স্টেডিয়ামে হওয়া এই প্রতিযোগিতায় দর্শকদের মধ্যে অধিকাংশই সমর্থন করছিলেন রিয়ালকে।