হতাশ: টটেনহ্যামের কাছে হারের পরে জ়িনেদিন জ়িদান। এএফপি
প্রাক্-মরসুম প্রস্তুতি টুর্নামেন্ট আউডি কাপের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরল রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যানেজার জ়িনেদিন জ়িদানের উদ্বেগ তাতে কমছে না।
আতলেতিকো দে মাদ্রিদের কাছে সাত গোল হজম করার রেশ না কাটতেই মিউনিখে টটেনহ্যাম হটস্পারের কাছে ০-১ হার। মার্সেলোর ভুলে ২২ মিনিটে টটেনহ্যামের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হ্যারি কেন। ম্যাচের পরে হতাশ রিয়াল মিডফিল্ডার টোনি ক্রুস বলেছিলেন, ‘‘এই হারও আমাদের প্রাপ্য ছিল। সত্যি কথা হচ্ছে আসন্ন মরসুমের জন্য আমরা দলটাকে সাজাতেই পারিনি।’’ তবে ম্যাচের চব্বিশ ঘণ্টার মধ্যে জয়ে ফিরল রিয়াল। বুধবার আউডি কাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ তুরস্কের ফেনারবাচের বিরুদ্ধে ৫-৩ জয়ের নায়ক করিম বেঞ্জেমা। দুরন্ত হ্যাটট্রিক করেন ফরাসি তারকা। ম্যাচের পরে জ়িদান বলেছেন, ‘‘আমরা পাঁচের বেশিও গোল করতে পারতাম।’’
গত সপ্তাহেই আতলেতিকো দে মাদ্রিদ ৭-৩ হারিয়েছিল রিয়ালকে। মঙ্গলবার টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া থিবো কুর্তুয়ার জায়গায় খেললেন কেইলোর নাভাস। অসাধারণ গোলরক্ষা করলেন তিনি। সেটা না হলে রিয়াল আরও বড় ব্যবধানে হারতে পারত। প্রথমার্ধেই বেশ কয়েকটা সহজ সুযোগ পেয়েছিলেন কেনরা। দু’বার অল্পের জন্য শট লক্ষ্যভ্রষ্ট হয় দালে আলির। এক বার সতেরো বছরের ট্রয় প্যারটের শট পোস্টে প্রতিহত হয়। সঙ্গে নাভাসের দারুণ খেলাটাও আবার বড় ব্যবধানে হারের হাত থেকে বাঁচায় রিয়ালকে। জ়িদানের দল প্রাক্-প্রস্তুতি মরসুমে মোট ১৩ গোল হজম করল। এবং চারটি প্রস্তুতি ম্যাচ খেলে তার তিনটিতেই বিশ্রী ভাবে হারল। হতাশ ক্রুস জার্মান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘‘প্রথম থেকেই জঘন্য ফুটবল খেলেছি। প্রতিপক্ষ দল শুধু আমাদের ভুলের ফায়দা নিয়ে ম্যাচটা জিতে গেল।’’
মিউনিখে গ্যারেথ বেল আসেননি। শোনা যাচ্ছে, দলবদল নিয়ে ভবিষ্যৎ চূড়ান্ত করতেই তিনি নাকি এই সফর থেকে সরে গিয়েছেন। জ়িদান বলেছেন, ‘‘আমি জানি না কী ব্যাপার। এই মুহূর্তে আমি শুধু দলটাকে নিয়েই ভাবতে চাই।’’ টটেনহ্যামের বিরুদ্ধে মাঠে থাকলেও কার্যত খুঁজে পাওয়া যায়নি চেলসি থেকে এই মরসুমে রিয়ালে আসা বেলজিয়ামের মহাতারকা ফুটবলার এডেন অ্যাজ়ারকে। মিউনিখে আর একটা ম্যাচ খেলে জ়িদানের দল চলে যাবে অস্ট্রিয়ায়। সেখানে ৬ অগস্ট তারা খেলবে সালজ়বুর্গের বিরুদ্ধে। তার পরে এএস রোমার সঙ্গে খেলবে ইটালিতে। সেটাই তাদের মরসুম শুরুর আগে
শেষ ম্যাচ।