panish Super Cup Final

জেড্ডায় আজ মাদ্রিদ ডার্বি

প্রতিপক্ষ হিসেবে দিয়েগো সিমিয়োনের আতলেতিকোকে কী নম্বরই দিচ্ছে না?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ০৫:৩৯
Share:

লিয়োনেল মেসির বার্সেলোনা বিদায় নিয়েছে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে তাই ‘এল ক্লাসিকো’ নয়, দেখা যাবে ‘মাদ্রিদ ডার্বি’। জেড্ডায় কাল, রবিবার মুখোমুখি রিয়াল মাদ্রিদ-আতলেতিকো দে মাদ্রিদ।

Advertisement

ডার্বির আগে রিয়াল ম্যানেজার জ়িনেদিন জ়িদান সাংবাদিক সম্মেলনে ফাইনালের রণকৌশল কিছুই ফাঁস করেননি। তবে জেড্ডায় জিতলে দারুণ খুশি হবেন, বলতে ভোলেননি। সঙ্গে জানিয়েছেন, স্প্যানিশ সুপার কাপ জয়টা তাঁর ক্লাবের কাছে বড় ব্যাপার হয়ে উঠতে পারবে। কারণ এই জয়ে দলের মনোবল বেড়ে যাবে অনেকটা। জ়িদান নিশ্চিত, তার সুফল স্পেনে লা লিগা ও কোপা দেল রে-র মতো টুর্নামেন্টে পাওয়া যাবে।

প্রতিপক্ষ হিসেবে দিয়েগো সিমিয়োনের আতলেতিকোকে কী নম্বরই দিচ্ছে না? এমন প্রশ্নে জ়িদানের প্রতিক্রিয়া, ‘‘কেন দেব না? ওদের ঐতিহ্যের কথা কে ভুলবে! চিরকালই স্পেনের ফুটবলে ওরা বড় নাম। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement