প্রস্তুতি শিবিরে যোগ না দিয়ে সরাসরি মরুশহরে যাবেন জাদেজা। —ফাইল চিত্র।
মরুশহরে উড়ে যাওয়ার আগে ছ’দিনের প্রস্তুতি শিবির করছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই শিবিরে উপস্থিত থাকতে পারছেন না রবীন্দ্র জাদেজা।
১৫ অগস্ট ক্যাম্প শুরু হবে সিএসকে-র। চলবে ২০ অগস্ট পর্যন্ত। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, হরভজন সিংহরা যোগ দিলেও জাদেজা থাকছেন না।
সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ব্যক্তিগত কারণের জন্যই জাতীয় দলের অলরাউন্ডারের পক্ষে ক্যাম্পে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: আমিরশাহিতে কম পড়বে না ক্রিকেট আর শাহরুখ প্রেম
সিএসকে-র তরফে জানানো হয়েছে, কোচিং স্টাফদের মধ্যে একমাত্র লক্ষ্মীপতি বালাজি উপস্থিত থাকবেন এই প্রস্তুতি শিবিরে। হেড কোচ স্টিফন ফ্লেমিং ও সহকারী কোচ মাইক হাসি ২২ অগস্ট দলের সঙ্গে যোগ দেবেন দুবাইয়ে। জাদেজা অবশ্য শিবিরে না থাকলেও ২১ অগস্ট দুবাই যাওয়ার বিমানে উঠবেন। সে দিনই সিএসকে দুবাই উড়ে যাচ্ছে।
সিএসকে-র দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লুঙ্গি এনগিডি ও ফ্যাফ দু’ প্লেসি ১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন চিফ এগজিকিউটিভ অফিসার।