সুপারম্যান: জাডেজার সেই ক্যাচ। যা নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া। টুইটার
মহম্মদ শামিকে যখন নিল ওয়্যাগনার হুক করেছিলেন, তখন শুধু ব্যাটসম্যান কেন, কেউই ভাবতে পারেননি সেই বল কোনও ফিল্ডার তালুবন্দি করতে পারেন। কিন্তু ডিপ স্কোয়ারলেগে দাঁড়ানো রবীন্দ্র জাডেজার ভাবনাটা অন্য রকম ছিল। হঠাৎ দেখা গেল একটা শরীর শূন্যে উঠে গিয়ে অবিশ্বাস্য দক্ষতায়, এক হাতে ওয়্যাগনারের সেই ক্যাচ ধরে নিচ্ছে।
যে ক্যাচ দেখে স্তব্ধ হয়ে যান ব্যাটসম্যান। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ক্যাচের ভিডিয়ো। বলা হতে থাকে, ‘‘জাডেজা না সুপারম্যান!!’’ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী স্বয়ং জাডেজার ক্যাচের ছবি টুইট করে লেখেন, ‘‘জাডেজা, কী ক্যাচ ধরলে! তুমি অসাধারণ! এই শরীর যেন ইলাস্টিককেও হার মানায়।’’ ধারাভাষ্য দিতে দিতে নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান স্মিথ বলতে থাকেন, ‘‘টেস্ট ক্রিকেটের ইতিহাসে আউটফিল্ডে অন্যতম সেরা ক্যাচ ধরল জাডেজা।’’
আর জাডেজা নিজে এই অবিশ্বাস্য ক্যাচ নিয়ে কী বলছেন? ইনিংস বিরতিতে ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘‘আমি ধরেই নিয়েছিলাম ডিপ স্কোয়ারলেগ অঞ্চল দিয়ে মারবে ওয়্যাগনার। কিন্তু ভাবতে পারিনি বলটা এত তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে। প্রচণ্ড জোরে মেরেছিল শটটা।’’ ক্যাচ ধরার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, তা বলেছেন জাডেজা। এই অলরাউন্ডারের কথায়, ‘‘হাওয়া চলছিল বলে বলটা আরও তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। আমি হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। নিজেও বুঝিনি ক্যাচটা জমে গিয়েছে।’’ এর পরে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে জাডেজা বলেছেন, ‘‘আমরা দল হিসেবে ভাল বল করেছি। এ বার চাই আরও কিছু রান তুলে দ্বিতীয় ইনিংসে নিউজ়িল্যান্ডকে শেষ করে দিতে।’’ জাডেজা তখনও জানতেন না, দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়বে ভারত।
জাডেজার এই ক্যাচের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে ভেসে ওঠে সাত বছর আগে করা মহেন্দ্র সিংহ ধোনির এক টুইট। যে টুইটে জাডেজাকে ‘স্যর জাডেজা’ বলেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। যে টুইটও ছিল জাডেজার অবিশ্বাস্য ফিল্ডিং দক্ষতা নিয়ে। কী লিখেছিলেন ধোনি? ২০১৩ সালে করা সেই টুইটে ধোনি লেখেন, ‘‘স্যর জাডেজা বলের পিছনে দৌড়ে ক্যাচ ধরে না। বল জাডেজাকে খুঁজে নিয়ে ওর হাতে এসে পড়ে!’’
ক্রাইস্টচার্চে জাডেজার অবিশ্বাস্য ক্যাচ ধরা দেখে ধোনির সেই বেদবাক্য মনে পড়ে যাচ্ছে অনেকেরই। নিউজ়িল্যান্ড ক্রিকেটের সরকারি টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘‘ডিপ স্কোয়ারলেগে অসাধারণ একটা ক্যাচ নিয়ে ওয়্যাগনারকে ফিরিয়ে দিল জাডেজা। দর্শকেরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। গুরুত্বপূর্ণ একটা জুটি ভেঙে গেল।’’