আইসিসি-র বর্ষসেরা রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।
বছরটা দারুণ গেল রবিচন্দ্রন অশ্বিনের। আইসিসির বর্ষসেরা ক্রিকেটা হয়ে পেলেন স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। রাহুল দ্রাবির (২০০৪) ও সচিন তেন্ডুলকরের (২০১০) পর তিনি তৃতীয় ভারতীয় যাঁর হাতে বিশ্ব ক্রিকেটের সেরা সম্মান উঠল। ভারতের জার্সিতে বল হাতে সব প্রতিপক্ষদের বেগ দিয়েছেন। সঙ্গে অনেকদিন ধরে ধরে রেখেছেন টেস্ট বোলিংয়ে এক নম্বর র্যাঙ্কিং। শুধু তাই নয়, তাঁর উইকেটের হিসেব করতে বসলে চোখ কাপালে ওঠার জোগাড়। এই বছর ১২টি টেস্টে ৭২ উইকেট লিখে নিয়েছেন নিজের নামে! দুরন্ত ছন্দে না থাকলে ১২ টেস্টে ৭২ উইকেট সহজ কথা ছিল না। এ ছাড়াও আইসিসির টেস্ট দলে তিনিই একমাত্র ভারতীয় যাঁর জায়গা হয়েছে। এখানেও তিনি তৃতীয়। তাঁর মতো একই বছরে দুটো কৃতিত্ব পেয়েছিলেন দ্রাবির আর টেস্ট দলে ২০০৯এ জায়গা করে নিয়েছিলেন গৌতম গম্ভীর। অন্যদিকে, আইসিসির একদিনের দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহালির কাঁধে।
আরও খবর: ৪২ বছর পর আবার বোলিংয়ের প্রথম দু’য়ে ভারত
ভারতের কাছে ৪-০তে সিরিজ হারা ইংল্যান্ড অধিনায়ককে কিন্তু টেস্ট দলের দায়িত্ব দিয়েছে আইসিসি। এই নিয়ে তৃতীয়বার আইসিসি টেস্ট একাদশের অধিনায়কত্ব পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন দে কুক একদিনের ক্রিকেটে সেরা হয়েছেন। এ ছাড়া রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজাও জায়গা করে নিয়েছেন আইসিসির একদিনের দলে।
আইসিসি ওডিআই দল (২০১৬): বিরাট কোহালি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কুইন্টন দে কুক (উইকেটকিপার), রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, জোস বাটলার, মিশেল মার্শ, রবীন্দ্র জাডেজা, মিশেল স্টার্ক, কাগিসো রাবাদা, সুনীল নারিন, ইমরান তাহির।
আইসিসি টেস্ট দল (২০১৬): অ্যালেস্টার কুক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জো রুট, অ্যাডাম ভজেস, জনি বেয়ারস্ট, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ, মিশেল স্টার্ক, ডেল স্টেইন, স্টিভ স্মিথ।