India

রবীন্দ্র জাডেজাকে মেলবোর্নে খেলানোর মাস্টারস্ট্রোক ছিল কোচ রবি শাস্ত্রীর

অজিঙ্ক রাহানের সঙ্গে লম্বা পার্টনারশিপ করে এবং বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতের জয়ে মূল্যবান অবদান রেখেছেন জাডেজা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২৩:২৮
Share:

জাডেজার ওপর ভরসা করেছিলেন রবি শাস্ত্রী। ছবি সংগৃহীত।

সদ্য সমাপ্ত মেলবোর্ন টেস্ট শুরুর আগে ভারতের একটি সিদ্ধান্ত নিয়ে চক্ষু চড়কগাছ হয়েছিল ক্রিকেটপ্রেমীদের। প্রথম একাদশে বিরাট কোহালির জায়গায় খেলা প্রায় নিশ্চিত ছিল কে এল রাহুলের। ম্যাচের দিন হঠাৎই দেখা যায় রবীন্দ্র জাডেজার নাম।

Advertisement

সেই চালের পিছনে যাঁর মস্তিষ্ক ছিল তিনি আর কেউ নন, খোদ কোচ রবি শাস্ত্রী। অজিঙ্ক রাহানের সঙ্গে লম্বা পার্টনারশিপ করে এবং বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতের জয়ে মূল্যবান অবদান রেখেছেন জাডেজা।

তবে জাডেজাকে যাঁরা কাছ থেকে দেখেছেন তাঁরা কেউ অবাক নন। ঠিক যেমন অবাক নন শাস্ত্রী। ঘরোয়া ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে জাডেজার। শুধু তাই নয়, বল হাতেও তাঁর পারদর্শীতা দেখার মতো। কিছুদিন আগে পর্যন্তও ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি উইকেট পেয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: এমসিজি-র অনার বোর্ডে ফের নাম উঠল রাহানের, এই নিয়ে দ্বিতীয়বার

জাডেজার ঘূর্ণির জালে অস্ট্রেলীয়দের সমস্যায় ফেলতে চেয়েছিলেন বলেই শেষ মুহূর্তে তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেন শাস্ত্রী। দেখা গিয়েছিল, প্রথম টেস্টে অস্ট্রেলীয়দের বিরুদ্ধে ভারতের প্রত্যেক বোলারই ছিলেন ডানহাতি। এখানেই খেটে গিয়েছে জাডেজাকে খেলানোর সিদ্ধান্ত।

বোলিং নয়, ব্যাটিংয়েও বাঁহাতি হওয়ায় অতিরিক্ত সুবিধা পেয়েছে ভারত। ঋষভ পন্থের পাশাপাশি জাডেজাও বাঁহাতি হওয়ায় ডানহাতিরা কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় ছিলেন। সেভাবে তাঁদের চাপে পড়তে হয়নি। ম্যাচের সেরা পুরস্কার হয়তো জাডেজা পাননি। তবে দলীয় সূত্রে খবর, আসল ম্যাচ উইনার হিসেবে টিম ম্যানেজমেন্ট তাঁকেই বেছে নিয়েছে।

আরও পড়ুন: সৌরভের বাড়িতে অশোক ভট্টাচার্য, রাজনীতিতে না আসার পরামর্শ মহারাজকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement