লোকেশ রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডায়।ছবি: এপি।
সদ্য শেষ হওয়া টি২০ সিরিজে সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। উঠে এসেছেন র্যাঙ্কিংয়েও। এবার তাঁর নতুন প্রাপ্তি প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর প্রশংসা। ইতিমধ্যেই সব ফর্ম্যাটের ক্রিকেটে হয়ে গিয়েছে সেঞ্চুরি। সেই লোকেশ রাহুল প্রসঙ্গে রবি শাস্ত্রী বলে দিলেন, ‘‘লোকেশ ভারতীয় ক্রিকেটের সম্পদ।’’
এটাই হয়তো সব থেকে বড় প্রাপ্তি রাহুলের জন্য। শাস্ত্রী বলেন, ‘‘গত এক বছরে সব থেকে বেশি উন্নতি করেছে লোকেশ। ও শুধু টেস্ট ক্রিকেটের জন্যই ভাল এমনটা নয়, সব ফর্ম্যাটেও ও সমান সেরা। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’
শুধু ব্যাটিং নয় রাহুলের উইকেট কিপিং ওকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। ‘‘ও খুব স্বাভাবিক ছন্দেই উন্নতি করে চলেছে। ও এমন একজন প্লেয়ার যে ভারতের হয়ে সব ফর্ম্যাটেই সফল হবে।’’ যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডায় ভারতের হার নিয়ে মুখ খুলতে চাননি রবি শাস্ত্রী।
আরও খবর
‘মিনি আইপিএল’ আপাতত স্থগিত জানালেন অনুরাগ ঠাকুর