অনেকদিন ধরেই সৌরভকে টার্গেট করে বলে যাচ্ছিলেন নানা কথা। ভারতীয় দলের কোচের দায়িত্ব না পেয়ে জ্বলে উঠেছিলেন তেলে-বেগুনে। জানতে পেরেছিলেন তাঁর ইন্টারভিউয়ের সময় উপস্থিত ছিলেন না সৌরভ। সেটাকে হাতিয়ার করেই সব আক্রমণের কেন্দ্রে ছিলেন সৌরভই। সেই রবি শাস্ত্রীকে শেষ পর্যন্ত জবাব দিলেন সৌরভ। সাংবাদিকরা প্রসঙ্গ তুলতেই সৌরভ বলেন, ‘‘আমি রবি শাস্ত্রীর মন্তব্যে অবাক ও হতাশ। এটা আগে থেকেই ঠিক ছিল সে দিন সিএবি-র কার্যকরী কমিটির মিটিংয়ে যোগ দিতে আমাকে যেতে হবে। যদি রবি ভেবে থাকে আমার জন্য ও ভারতীয় দলের কোচ হতে পারেনি তাহলে ও মূর্খের রাজ্যে বাস করছে। ও ব্যাক্তিগত আক্রমণ করছে। যেটা প্রত্যাশিত নয়।’’
রবি শাস্ত্রী বিদেশ থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সোমবারই। তখন থেকেই নানা কথা বলে যাচ্ছিলেন। মঙ্গলবার আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের কিছুই আমাকে অবাক করে না। আমার ইন্টারভিউয়ের সময় কমিটির একজন সদস্য না থেকে আমাকে অপমান করেছে।’’
যে ভাবে শাস্ত্রী সৌরভের না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক সে ভাবে সৌরভও প্রশ্ন তুলে দিলেন ইন্টারভিউতে শাস্ত্রীর শারীরিক অনুপস্থিতি নিয়ে। বলেন, ‘‘এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে ব্যাংঙ্ককে ছুটি না কাটিয়ে রবি শাস্ত্রীর ইন্টারভিউতে উপস্থিত থাকা উচিত ছিল। এই সব কথা বলার আগে রবির আরও ভাবা উচিত ছিল।’’
আরও খবর
‘সৌরভের কাছে জানতে চান, ওঁর কী সমস্যা আমাকে নিয়ে’