রবি শাস্ত্রী। ফাইল ছবি
আগামী বুধবারই ভারতের উদ্দেশে রওনা দিতে পারেন ভারতের কোচ রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফরা। তবে তার আগে প্রত্যেকেরই অন্তত দু’বার আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসতে হবে। তাহলেই ইংল্যান্ডের মাটি ছাড়তে পারবেন তাঁরা।
চতুর্থ টেস্ট চলাকালানীই কোভিডে আক্রান্ত হয়েছিলেন শাস্ত্রী। গত ৪ সেপ্টেম্বর থেকে তিনি রয়েছেন নিভৃতবাসে। তাঁর সংস্পর্শে আসার কারণে বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নিভৃতবাসে রাখা হয়। প্রথমে অরুণ এবং শ্রীধরের রিপোর্ট নেগেটিভ এলেও পরে পজিটিভ আসে। তিন জনকেই বাধ্যতামূলক ১০ দিনের নিভৃতবাসে থাকতে হয়। সেই নিভৃতবাসের মেয়াদ শেষ হওয়ার কথা সোমবার।
তিন জনেই আপাতত ভারত ফিরবেন। কিছুদিনের ছুটি কাটিয়ে ফের উড়ে যাবেন দুবাইয়ের উদ্দেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিন জনের শারীরিক অবস্থাই ভাল এবং শরীরে কোনও উপসর্গ নেই। সোমবার প্রথম আরটি-পিসিআর পরীক্ষা হবে। মঙ্গলবার ফের আর একটি। দুটি রিপোর্টই নেগেটিভ এলে নির্দিষ্ট সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের বিমান ধরে ভারতের উদ্দেশে রওনা হতে পারবেন তাঁরা। তবে আর এক ফিজিয়ো যোগেশ পারমারকে আরও কিছুদিন ইংল্যান্ডে থাকতে হবে। তাঁর বাধ্যতামূলক নিভৃতবাসের মেয়াদ এখনও শেষ হয়নি।
আগামী বুধবারই ভারতের উদ্দেশে রওনা দিতে পারেন ভারতের কোচ রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফরা। তবে তার আগে প্রত্যেকেরই অন্তত দু’বার আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসতে হবে। তাহলেই ইংল্যান্ডের মাটি ছাড়তে পারবেন তাঁরা।
চতুর্থ টেস্ট চলাকালানীই কোভিডে আক্রান্ত হয়েছিলেন শাস্ত্রী। গত ৪ সেপ্টেম্বর থেকে তিনি রয়েছেন নিভৃতবাসে। তাঁর সংস্পর্শে আসার কারণে বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নিভৃতবাসে রাখা হয়। প্রথমে অরুণ এবং শ্রীধরের রিপোর্ট নেগেটিভ এলেও পরে পজিটিভ আসে। তিন জনকেই বাধ্যতামূলক ১০ দিনের নিভৃতবাসে থাকতে হয়। সেই নিভৃতবাসের মেয়াদ শেষ হওয়ার কথা সোমবার।
তিন জনেই আপাতত ভারত ফিরবেন। কিছুদিনের ছুটি কাটিয়ে ফের উড়ে যাবেন দুবাইয়ের উদ্দেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিন জনের শারীরিক অবস্থাই ভাল এবং শরীরে কোনও উপসর্গ নেই। সোমবার প্রথম আরটি-পিসিআর পরীক্ষা হবে। মঙ্গলবার ফের আর একটি। দুটি রিপোর্টই নেগেটিভ এলে নির্দিষ্ট সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের বিমান ধরে ভারতের উদ্দেশে রওনা হতে পারবেন তাঁরা। তবে আর এক ফিজিয়ো যোগেশ পারমারকে আরও কিছুদিন ইংল্যান্ডে থাকতে হবে। তাঁর বাধ্যতামূলক নিভৃতবাসের মেয়াদ এখনও শেষ হয়নি।