আইপিএল-এ ভাল খেলাই লক্ষ্য রবি বিষ্ণোইয়ের। —ফাইল চিত্র।
যুব বিশ্বকাপ ফাইনালে এক সময়ে তাঁর গুগলি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। সেই রবি বিষ্ণোই তাঁর আদর্শ অনিল কুম্বলের কাছ থেকে ‘ফ্লিপার’ শিখতে চান।
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে এ বারের আইপিএল-এ প্রতিনিধিত্ব করবেন বিষ্ণোই। কিংস-এর হেড কোচ আবার কুম্বলে। ফলে যুব বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী পরামর্শ পাবেন তাঁর আদর্শের কাছ থেকে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণোই বলেছেন, ‘‘আমি শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে স্যরকে আদর্শ মানি। কুম্বলে স্যরের বোলিং ভিডিয়ো আমি দেখেছি। উনি ভগবানদত্ত বোলার। ওর বোলিংয়ের সব চেয়ে ভাল দিক হল গতি এবং স্পিন।’’
আরও পড়ুন: নতুন ক্লাবের সঙ্গে চুক্তি পূজারার, খেলবেন ৬টি ম্যাচ
বিষ্ণোই নিজে ছোটবেলা থেকে গুগলি করতে দক্ষ। যুব বিশ্বকাপ ফাইনালে তাঁর গুগলি পড়তে না পেরে আউট হচ্ছিলেন একের পর এক বাংলাদেশী ব্যাটসম্যনরা। ভারতকে অবশ্য ফাইনালটা হারতে হয়েছিল। যুব বিশ্বকাপ এখন শেষ। বিষ্ণোইয়ের এখন লক্ষ্য আইপিএল-এ কিংস ইলেভেন-এর হয়ে ভাল পারফরম্যান্স তুলে ধরা। কিংস শিবিরে যোগ দেওয়ার আগে কুম্বলের জন্য কয়েকটা প্রশ্ন তৈরি করে যাচ্ছেন বিষ্ণোই। তিনি বলছেন, ‘‘কুম্বলে স্যরের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে রয়েছি। কুম্বলে স্যরের জন্য কতগুলো প্রশ্ন তৈরি করেছি। ওঁর কাছ থেকে যত বেশি শিখতে পারি, ততই ভাল।’’
কুম্বলের কাছ থেকে বোলিংয়ের কোন অস্ত্র শিখতে চান বিষ্ণোই? অনূর্ধ্ব ১৯ দলের তারকা বলছেন, ‘‘ স্যরের কাছ থেকে ফ্লিপার শিখতে চাই। এটা আমার তালিকায় সবার উপরে।’’
আরও পড়ুন: তিন বছরের মধ্যে ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন কোহালি