সাইনা নেহওয়ালের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) অ্যাথলিট কমিশনের সদস্য পদ দেওয়া হল সাইনাকে। ভারতীয় ক্রীড়াবিদদের ক্ষেত্রে যে সম্মান বিরল। আইওসি প্রেসিডেন্ট টমাস বাখের থেকে এই মর্মে গত রাতে চিঠি পেয়েছেন সাইনা। ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে প্রথম অলিম্পিক্স পদকজয়ী সাইনাকে ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘রিও অলিম্পিক্স চলাকালীন আপনি আইওসি অ্যাথলিট কমিশনের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। আপনাকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, আপনি নির্বাচিত হয়েছেন। এই মুহূর্ত থেকে আপনি ওই কমিশনের একজন মাননীয় সদস্য হিসেবে বিবেচিত হবেন।’’ উল্লেখ্য, আইওসির অ্যাথলিট কমিশন একজন চেয়ারম্যান, ন’জন ভাইস প্রেসিডেন্ট ও দশ জন সদস্য নিয়ে গড়া হয়। পৃথিবীর সব দেশের সফল খেলোয়াড়দের থেকে প্রার্থী পদ জমা পড়ে। তার থেকে দশ সদস্যকে বাছাই করে আইওসি। তাঁদের গোটা খেলোয়াড় জীবনের অবদান বিচার করে। আপ্লুত সাইনা বলেছেন, ‘‘আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি। এটা আমার খেলোয়াড় জীবনের পাশাপাশি গোটা ভারতের খেলাধুলোর জন্য একটা সম্মান।’’ সাইনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন অভিনব বিন্দ্রা থেকে শুরু করে নীতা অম্বানী।