Cricket

রঞ্জি চান সৌরভ

বোর্ড প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, আগামী বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রঞ্জি ট্রফি শেষ করে ফেলতে চায় বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৫:৫০
Share:

—ফাইল চিত্র।

জানুয়ারি থেকে ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হতে পারে। শনিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। বৈঠক শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘সম্ভবত, আগামী বছর ১ জানুয়ারি থেকে ভারতের ঘরোয়া ক্রিকেট ফের চালু হতে পারে। রঞ্জি ট্রফি হবেই। লাল বলে এই প্রতিযোগিতা হওয়ার ব্যাপারে কোনও সমস্যা নেই।’’

Advertisement

বোর্ড প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, আগামী বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রঞ্জি ট্রফি শেষ করে ফেলতে চায় বোর্ড। তবে এ বারে চারটি গ্রুপের ম্যাচ আয়োজন করা হতে পারে চারটি নির্দিষ্ট কেন্দ্র বেছে নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement