বুধবারই কলকাতা লিগের জন্য তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবারই দেশে উড়ে যাওয়ার কথা লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের। কিন্তু আই লিগের সময় তাঁকে ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চে দেখা যাবে কি? শোনা যাচ্ছে, মর্গ্যান আই লিগে মেহতাব-অর্ণবদের কোচিং করাতে ফের ফিরবেন কলকাতায়। কারণ, তাঁর সঙ্গে নাকি ক্লাবের সে রকমই চুক্তি রয়েছে। ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার এ দিনও মর্গ্যান ইস্যুতে কোনও মন্তব্য করতে চাননি। তবে এটা জানিয়ে দিয়েছেন, কলকাতা লিগের পর ইস্টবেঙ্গলের বরদলুই ট্রফিতে খেলার কথা। যদি টিম ওই টুর্নামেন্টে খেলতে যায়, তখন সিনিয়র টিমের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন লাল-হলুদ অ্যাকাডেমির কোচ রঞ্জন চৌধুরী। এ দিকে, মর্গ্যান নিয়ে বুধবার ক্লাব সচিব কল্যাণ মজুমদারের সঙ্গে বৈঠকে বসার কথা ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যের। যেখানে মর্গ্যানকে চেক আপ পিছিয়ে দিয়ে ডার্বি পর্যন্ত থেকে যাওয়ার জন্যও অনুরোধ করা হতে পারে বলে খবর। তবে সাহেব কোচ ক্লাব কর্তাদের কথা কতটা রাখবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। চলতি মরসুমে মর্গ্যানের পরামর্শ অনুযায়ী দল গড়া হয়েছে ইস্টবেঙ্গলে, তাই যত বিতর্কই তৈরি হোক, আই লিগে মর্গ্যানকে কোচ ধরেই এগোতে চাইছে ইস্টবেঙ্গল। সব যদি ঠিক থাকে তা হলে মর্গ্যানকে নিয়ে এই জট তৈরি হল কেন? শোনা যাচ্ছে, চুক্তির একটা লাইনই যত নষ্টের কারণ। সেখানে কলকাতা লিগের শেষ ম্যাচ পর্যন্ত কোচিং করাতে হবে এটা না লিখে কর্তারা লিখেছিলেন ৩১ অগস্ট পর্যন্তই তাঁর সঙ্গে চুক্তি। কারণ কর্তারা আশায় ছিলেন এই সময়ের মধ্যেই, ডার্বি-সহ কলকাতা লিগ এই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে।