রানি রামপাল

অলিম্পিক্সের আগে আত্মবিশ্বাস বাড়াবে আর্জেন্টিনা সফর, মত রানি রামপালের

১৭ থেকে ৩১ জানুয়ারি আর্জেন্টিনার বিরুদ্ধে মোট আটটি ম্যাচ খেলবেন রানিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৮:৩৬
Share:

আর্জেন্টিনা সফরের দিকে চোখ রানির। ফাইল ছবি

করোনার কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিল ভারতের মহিলা হকি দল। অবশেষে আর্জেন্টিনা সফরে যাচ্ছে তারা। আর্জেন্টিনার বিরুদ্ধে সিরিজ ভাল গেলে অলিম্পিক্সের আগে তা দলকে আত্মবিশ্বাস জোগাবে, মনে করছেন অধিনায়ক রানি রামপাল

Advertisement

সংবাদ সংস্থাকে রানি বলেছেন, “যদি আর্জেন্টিনার বিরুদ্ধে নিজেদের প্রতিভা অনুযায়ী খেলতে পারি তাহলে অলিম্পিক্সের আগে তা আমাদের অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে। অলিম্পিক্সে পদক জয় ছাড়া কিছু ভাবছি না। আশা করা যায় টোকিয়োতে ইতিহাস গড়ে গোটা দেশকে গর্বিত করতে পারব। এ বছর প্রতিটা ম্যাচে আমরা নিজের সেরাটা দেব।”

১৭ থেকে ৩১ জানুয়ারি আর্জেন্টিনার বিরুদ্ধে মোট আটটি ম্যাচ খেলবেন রানিরা। সে সম্পর্কে রানি বলেছেন, “আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিরতে পেরে আমরা খুশি। ২০২০ বছরটা আমাদের প্রত্যেকের কাছেই খারাপ গিয়েছে। তবে জাতীয় কোচিং ক্যাম্পে আমরা প্রত্যেকেই কঠোর অনুশীলন করেছি।”

Advertisement

আরও খবর: ছোট ছোট বিষয় ধরে প্রস্তুতি নেওয়াই রাহানের সাফল্যের কারণ, বলছেন কোচ আমরে

আরও খবর: বিরুষ্কার নতুন বছরের প্রথমদিন কাটল হার্দিক, নাতাশার সঙ্গে

দীর্ঘ বিরতির পর সতীর্থরা কে কতটা ছন্দে রয়েছেন সেটা দেখে নিতে চান রানি। বলেছেন, “আমরা প্রত্যেকেই আত্মবিশ্বাসী। তবে ম্যাচ সিচুয়েশনে কে কীরকম খেলে সেটা দেখতে হবে। প্রায় এক বছর সার্কিটের বাইরে রয়েছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement