সানিয়া মির্জা। ফাইল ছবি।
গ্র্যান্ড স্ল্যামে ভারতের সিঙ্গলস খেলোয়াড়দের ব্যর্থতা অব্যাহত। উইম্বলডনের মূল পর্বে যেতে পারলেন না ভারতের ইউকি ভাম্বরি এবং রামকুমার রামনাথন। যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডেই হেরে গেলেন তাঁরা।
যোগ্যতা অর্জন পর্বের শীর্ষ বাছাই স্পেনের বার্নাবে জাপাটা মিরালেসের কাছে ৫-৭, ১-৬ ব্যবধানে হেরে গেলেন ভাম্বরি। ২৯ বছরের ভারতীয় খেলোয়াড় শুরুটা খারাপ করেননি। প্রথম সেটে এক সময় ৫-৩ গেমে এগিয়ে ছিলেন। নবম গেমে দু’টি সেট পয়েন্ট পান তিনি। তাও কাছে লাগাতে পারেননি ভাম্বরি। মিরালেস দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে এসে গেম জিতে নেন। পর পর চারটি গেম জিতে সেটও ছিনিয়ে নেন তিনি। এর পর দ্বিতীয় সেটে ভাম্বরিকে দাঁড়াতেই দেননি স্পেনের খেলোয়াড়।
অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের ভিট কোপ্রিভার কাছে ৫-৭, ৪-৬ ব্যবধানে হেরে গেলেন ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় রামনাথন। যোগ্যতা অর্জন পর্বের ১৯তম বাছাইয়ের বিরুদ্ধে তুলনায় ভাল লড়াই করলেন রামনাথন। কোপ্রিভার সার্ভিস ভেঙে ৩-১ ব্যবধানে এগিয়েও যান। তবু দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলেন না ২৭ বছরের ভারতীয়।
পয়েন্ট না থাকায় এ বারের উইম্বলডনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহন বোপান্না। ফলে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে ভারতের এক মাত্র প্রতিনিধি হবেন সানিয়া মির্জা। তিনি চেক প্রজাতন্ত্রের লুসি রাদেকার সঙ্গে জুটি বেধে মহিলাদের ডাবলসে খেলবেন। উল্লেখ্য, চলতি মরসুম শেষ হলেই অবসর নেবেন সানিয়া।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।