Ramiz Raja

উমর আকমলকে জেলে পাঠানোর দাবি রামিজের

টুইটারে আকমলকে নিয়ে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও সতীর্থ ধারাভাষ্যকার পামেলেলো বাঙ্গোয়ার একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এ সব বলেছেন রামিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৫:৫৭
Share:

ছবি সংগৃহীত।

গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানাননি। তাই উমর আকমলকে তিন বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে বোর্ড (পিসিবি)। যাতে মারাত্মক হতাশ সে দেশের প্রাক্তন তারকা রামিজ রাজা। এমনকি আকমলের মতো দোষ যাঁরা করবেন, তাঁদের একেবারে আইন পাশ করে জেলে পাঠানোর দাবি পর্যন্ত করলেন প্রাক্তন পাক ক্রিকেটার।

Advertisement

রামিজ টুইট করেছেন, ‘‘তা হলে উমর আকমলও সরকারি ভাবে নির্বোধদের তালিকায় নাম লেখাল! তিন বছর নির্বাসন! কী ভাবে সব প্রতিভার অপচয় হচ্ছে। আমার তো মনে হয়, ক্রিকেটে গড়াপেটা রুখতে পাকিস্তানে আইন প্রণয়ন করার এটাই সেরা সময়।’’ যোগ করেছেন, ‘‘এই ধরনের নিরেট মূর্খদের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা। আর সেটা না হলে, এ রকম ঘটনা আরও দেখার জন্য তৈরি থাকতে হবে।’’

টুইটারে আকমলকে নিয়ে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও সতীর্থ ধারাভাষ্যকার পামেলেলো বাঙ্গোয়ার একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এ সব বলেছেন রামিজ। তাঁর কাছে পামেলেলোই জানতে চান, এখন থেকে দোষী ক্রিকেটারকে কারাবাসে পাঠানো হলে ব্যাপারটা বন্ধ করা যাবে কি না। প্রাক্তন পাক তারকা কার্যত তাঁকে সমর্থন করেই বলেন, ‘‘জেলে পাঠানোটা খুব কার্যকরী সমাধান হয়ে উঠতে পারে।’’

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement