রবি শাস্ত্রী ইংল্যান্ডে থাকায় শ্রীলঙ্কা সফরে দলের কোচ হিসেবে গিয়েছিলেন দ্রাবিড়। —ফাইল চিত্র
রাহুল দ্রাবিড়ের সঙ্গে ঘটে যাওয়া একটি মজার ঘটনা জানালেন দীপক চহার। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সদস্য ছিলেন এই পেসার। টেস্ট খেলতে বিরাট কোহলীদের নিয়ে রবি শাস্ত্রী ইংল্যান্ডে থাকায় সেই দলের কোচ হিসেবে গিয়েছিলেন দ্রাবিড়। সেই সময়ের একটি ঘটনার কথা জানান চহার।
একদিনের সিরিজে দুর্দান্ত খেলেছিলেন চহার। তিনি বলেন, “আমরা যখন শ্রীলঙ্কায় পৌঁছলাম, দ্রাবিড় স্যর আমাকে জিজ্ঞেস করেন আমার বয়স কত। আমি বলি ২৮ বছর, কিছু দিনের মধ্যেই ২৯ হবে। তখন উনি বলেন, এটা তোমার আসল বয়স নাকি ক্রিকেট খেলার জন্য বলছ।” মুচকি হেসে চহার বলেছিলেন, “আমার বাবা সেনাবাহিনীতে আছে। বয়স ভাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়।”
দ্রাবিড়ের একটা কথা এখনও ভুলতে পারেননি ভারতের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা চহার। তিনি বলেন, “দ্রাবিড় স্যর বলেছিলেন আমার মধ্যে এখনও ৪-৫ বছর টেস্ট ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে। এই কথাটা আমার মনে থাকবে। ভারত এ দলের হয়ে লাল বলের খেলায় আমাকে সুযোগ দিয়েছিলেন উনি। ওঁর কোচিংয়ে খেলে বার বার সাফল্য পেয়েছি আমি।”
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য দুবাইতে রয়েছেন চহার। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন এই পেসার।