কোটলার নায়ক। ছবি: পিটিআই।
দিনের ১৪তম ওভারে কাইল অ্যাবটের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দু’টো হাত উপর দিকে তুলল সাড়ে পাঁচ ফুটের শরীরটা। কেরিয়ারের পঞ্চম এবং দলের সম্ভবত সবচেয়ে প্রয়োজনীয় সময়ে শতরানটি করে কোটলায় ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন আজিঙ্ক রাহানে। তবে লাঞ্চের পর মাত্র ৫ ওভার টিকলেন ভারতীয় ব্যাটসম্যানরা। কেইলি অ্যাবোটের বলে ১২৭ রানে ফিরে গেলেন রাহানে। নবম উইকেটে গুরুত্বপূর্ণ ৫৩ রান যোগ করে অশ্বিন-যাদব জুটি। অ্যাবট পাঁচ উইকেট নেন।
পড়ুন: কোটলা পিচের সম্মান রাখল রাহানের ব্যাট
বৃহস্পতিবারের ১৩৯/৬ থেকে প্রথমে রবীন্দ্র জাডেজা এবং পরে অশ্বিনকে নিয়ে লড়াই চালালেন রাহানে। অষ্টম উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপও করে রাহানে-অশ্বিন জুটি। সিরিজের প্রথম সেঞ্চুরি করে ১২৭ রানে ইমরান তাহিরের বলে আউট হন তিনি।