হেলমেট পরে চলছে আম্পায়ারিং। ক্যানবেরায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে।
ফিল্ডিং করার সময় হাতে চোট পেলেন অজিঙ্ক রাহানে। ডান হাতে দুই আঙুলের সংযোগস্থল কেটে যায় তাঁর। সেখানে চারটি সেলাই করতে হয়। কথা ছিল ব্যাট করতেই হবে, এমন পরিস্থিতি তৈরি হলে তবেই ব্যাট করতে নামবেন। শেষ পর্যন্ত সেই পরিস্থিতিই এসে যায় এবং রাহানেকে ব্যাট করতে নামতে হয়। যা অবস্থা, তাতে শনিবার শেষ ওয়ান ডে-তে তাঁর খেলার সম্ভাবনা কম। টি টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন কি না, তাও অনিশ্চিত। কারণ, সাধারণত, সেলাই কাটতে এক সপ্তাহ সময় লাগে।