ছবি: টুইটার।
কব্জির চোট নিয়ে উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে অলিম্পিক্সে নামছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার তাঁকে রেখেই রিওর দল ঘোষণা করল স্পেন। টিমে আছেন ফরাসি ওপেন জয়ী গার্বাইন মুগুরুজাও। নাদাল এ দিন নিজের শহর মায়োর্কায় স্পেনের প্রথম ঘাসের কোর্টের টুর্নামেন্টে হাজির ছিলেন। নাদাল ছবি-সহ টুইট করেন সেই খবর।