Rafael Nadal

Rafael Nadal: ২১-এ থামতে রাজি নন রাফায়েল নাদাল, লক্ষ্য সবার উপরে শেষ করা

বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। কিন্তু এখানেই থামতে রাজি নন রাফায়েল নাদাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১
Share:

নাদালের লক্ষ্য আরও বেশি ফাইল ছবি

বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। কিন্তু এখানেই থামতে রাজি নন রাফায়েল নাদাল। তাঁর লক্ষ্য আরও গ্র্যান্ড স্ল্যাম জেতা। নিজের ট্রফির সংখ্যা আরও বাড়ানো।

Advertisement

অস্ট্রেলিয়া থেকে খেতাব জিতে দেশে ফিরেছেন নাদাল। মায়োরকায় নিজের অ্যাকাডেমিতে এক সাংবাদিক বৈঠকে বলেছেন, “কতগুলি গ্র্যান্ড স্ল্যাম এখনও জিতব জানি না। কিছুদিন আগে যদি কেউ বলত আমি টেনিস খেলব আবার, সেটাই হয়তো বিশ্বাস করতাম না। হ্যাঁ, এখন মনে হচ্ছে তিন জনের মধ্যে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতলে মন্দ হয় না।”

তবে পরক্ষণেই সতর্ক নাদাল। বলেছেন, “গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা নিয়ে আমি একেবারেই ভাবিত নই। যা আসে সেটাই ভাল। তবে ২১-এ থামতে রাজি নই এটা ঠিক। কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা তো এখনই বলতে পারব না।” উল্লেখ্য, ফরাসি ওপেনে নিজের গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে নাদালের। প্যারিসের সুরকির কোর্টে তিনি ১৪ বারের বিজয়ী। সেখানে তিনিই একচ্ছত্র আধিপত্য দেখান। তবে গত বার হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের কাছে।

Advertisement

নাদাল জানিয়েছেন, এখনও তাঁর শরীরে ব্যথা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন তাঁর সব ব্যথা ভুলিয়ে দিয়েছে। বলেছেন, “একটা মনে রাখার মতো অভিজ্ঞতা। কয়েক সপ্তাহ আগেও বিশ্বাস করা কঠিন ছিল যে সর্বোচ্চ পর্যায়ে আবার খেলতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement