বিজয়ী: জকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনে রাফায়েল নাদাল। ছবি: এপি
সাত ম্যাচ ধরে নোভাক জকোভিচের কাছে হারের ধারা অবশেষে থামাতে পারলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে উঠলেন রাফা। সেমিফাইনালে জকোভিচকে হারালেন ৬-২, ৬-৪।
ফরাসি ওপেন শুরু হতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। ক্লে কোর্টে ফের ভয়ঙ্কর দেখাতে শুরু করেছে ক্লে-র রাজাকে। চলতি মরসুমে ক্লে-তে তাঁর রেকর্ড এখন ১৪-০। মাদ্রিদে পঞ্চম খেতাবের লক্ষ্যে তিনি নামছেন রবিবার। প্রতিপক্ষ ডমিনিক থিয়েম ও পাবলো কোয়েবাসের মধ্যে বিজয়ী। অন্য সেমিফাইনালে এঁরা মুখোমুখি।
জকোভিচের উদ্বেগজনক ফর্ম এখনও অব্যাহত। নাদালের সঙ্গে গত বছর এখানেই দুরন্ত খেলেছিলেন নোভাক। স্ট্রেট সেচে হারিয়েছিলেন রাফাকে। কিন্তু এ বার যেন দু’জনের অবস্থানই পাল্টে গিয়েছে। শনিবার দু’জনের দ্বৈরথে ঘরের মাঠে খেলার সুবিধেও পেলেন নাদাল। দর্শকের সমর্থন পুরোপুরি তাঁর দিকে ছিল। এ নিয়ে দু’জনের সাক্ষাতের ফলাফল এখন জকোভিচের পক্ষে ২৬-২৪।