আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হলে সেই দল কোথায় খেলবে, জানেন না ফেডারেশন কর্তারা।
নতুন বছরের ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এ বারের আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা। কলকাতার তিনটি দল মহমেডান, এটিকে এবং রেনবো খেলবে ষোলো দলের লিগে। তেইশটি ক্লাব আবেদন করেছিল। কিন্তু এ এফ সি-র লাইসেন্সিং নিয়ম মেনে ক্লাব পরিচালনায় মোট ১০টি দল সুযোগ পেয়েছে। ফুটবল খেলা জনপ্রিয় নয় এ রকম রাজ্য গুজরাত এবং কর্নাটক থেকে দুটো দল সুযোগ পেয়েছে। কাশ্মীরের ক্লাব লোন স্টারও খেলছে।
তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ১৬ টি দলগকে। দু’টি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। কলকাতা পর্বে ছয়টি দল খেলবে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল উঠবে সেমিফাইনালে। বাকি দলটি হবে সেরা সেমিফাইনালের দল। মহমেডান, রেনবো, এটিকের রিজার্ভ দলের বাইরে কলকাতা গ্রুপের বাকি তিনটি দল হল আই এস এলের ক্লাব জামসেদপুরের রিজার্ভ দল, মণিপুর ও মিজোরামের একটি করে ক্লাব। সব খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে নিয়মে। মহমেডান খেলবে কল্যাণীতে। তাদের প্রথম ম্যাচ এটিকের সঙ্গে ১২ জানুয়ারি। আই লিগের যা নিয়ম তাতে আই এসএলের যে ছ’টি দলের রিজার্ভ দল খেলছে তারা নক আউটে খেলার সুযোগ পাবে না। কিন্তু এখান থেকে চ্যাম্পিয়ন হলে কোন লিগে খেলবে তারা। আই লিগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সি ই ও) সুনন্দ ধর বললেন, ‘‘এটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। এটা বলতে পারবেন ফেডারেশন সচিব।’’ সচিব কুশল দাশকে অবশ্য ফোন করে পাওয়া যায়নি। ফেডারেশন সূত্রের খবর, নতুন বছরের কাঠামোয় আইএসএল এবং আই লিগের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারেনি ফেডারেশন। স্পনসররাও কিছু বলছেন না। আইএসএলে ক’টা দল খেলবে তাও স্বচ্ছ নয়।