Women's Cricket

কেন বাদ পড়লেন রাজেশ্বরী? মহিলাদের দল নির্বাচন ঘিরে ফের উঠে গেল প্রশ্ন

একদিন আগেই দল নির্বাচন নিয়ে বোর্ডকে চিঠি লিখে প্রশ্ন তুলেছিলেন বিদায়ী কোচ ডব্লিউ ভি রমন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৫:৫৭
Share:

রাজেশ্বরী গায়কোয়াড়। ফাইল ছবি

বিতর্ক সরিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শেফালি বর্মা এবং শিখা পান্ডেকে নেওয়া হলেও, এবার প্রশ্ন উঠল রাজেশ্বরী গায়কোয়াড়কে নিয়ে। দক্ষিণ আফ্রিকা সিরিজের সফলতম বোলারকে বাদ নেওয়া নিয়ে কোনও বিবৃতিও দেওয়া হয়নি বোর্ডের তরফে।

Advertisement

জানা গিয়েছে, গত মাসে কোভিড হয়েছিল রাজেশ্বরীর। এখনও পুরোপুরি সুস্থ হননি। বাড়িতে রয়েছেন। পাশাপাশি এটাও জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে নাকি তিনি চোট নিয়ে খেলেছিলেন। সেখানে ৮ উইকেট নিয়ে যুগ্ম-সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। টি২০ সিরিজেও ভাল খেলেছিলেন।

চোটের কারণেই সম্ভবত মহিলাদের একদিনের ট্রফিতে দুটির বেশি ম্যাচ খেলতে পারেননি। সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে পুরো ওভার শেষ করেননি। ঝাড়খন্ডের বিরুদ্ধে ফাইনালে খেলেননি।

Advertisement

তবে চোট বা কোভিড, কোনও কিছু নিয়েই সরকারি ভাবে কিছু জানানো হয়নি। সুস্থ থাকলে তাঁর ইংল্যান্ড দলে থাকারই কথা ছিল। একদিন আগেই দল নির্বাচন নিয়ে বোর্ডকে চিঠি লিখে প্রশ্ন তুলেছিলেন বিদায়ী কোচ ডব্লিউ ভি রমন। রাজেশ্বরীর বাদ পড়া নতুন করে জল্পনার জন্ম দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement