Quess Corp

বিনিয়োগকারী সরে গেল ইস্টবেঙ্গলের

কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও ফুটবল দলের লোগো থেকে কেন সরিয়ে নেওয়া হল কোম্পানির নাম?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৬
Share:

ফাইল চিত্র।

ইস্টবেঙ্গেলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার গাঁটছড়া ছিন্ন হওয়ার সরকারি ঘোষণা হয়ে গেল সোমবার। বহু চর্চিত এই বিচ্ছেদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও নিজেদের নাম মুছে দিল ওই সংস্থা। আই লিগের মধ্যে যা নিয়ে তুমুল আলোড়ন লাল-হলুদে।

Advertisement

এ দিন সন্ধ্যা নাগাদ বিনিয়োগকারী সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সুব্রত নাগ লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, ৩১ মে-র পরে লাল-হলুদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকবে না। সোশ্যাল মিডিয়ায় তিনি বেঙ্গালুরু থেকে যে পোস্টটি করেছেন তাতে লিখেছেন, ‘‘আমরা শেয়ার বিক্রির চেষ্টা চালাচ্ছি। সেটা না হলেও ৩১-মের পরে আমাদের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনও সম্পর্ক থাকবে না।’’ কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও ফুটবল দলের লোগো থেকে কেন সরিয়ে নেওয়া হল কোম্পানির নাম? বেঙ্গালুরুতে ফোনে ধরা হলে সুব্রতবাবু বললেন, ‘‘এটা কলকাতার অফিস বলতে পারবে। ওরাই এটা করেছে।’’ কলকাতায় সংস্থার মুখপাত্র সঞ্জিত সেন অবশ্য ফোন ধরেননি। কিন্তু প্রশ্ন উঠছে, ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কল্যাণীতে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে কাশিম আইদারাদের জার্সির লোগোতে কি বিনিয়োগকারীর নাম থাকবে? সুব্রতবাবু বলেন, ‘‘এখন মনে হয় সেটা সম্ভব হবে না।’’

ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘ওরা আমাদের পরের বারের দল তৈরি করতে বলেছে। কাজ শুরু করেছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার লোগো থেকে কেন ওরা নিজেদের নাম সরাল, তা বলতে পারব না।’’ তবে ক্লাবে গুঞ্জন, আই লিগে টানা হারার দায় এড়াতেই এই সিদ্ধান্ত। বিশ্বস্ত সূত্রের খবর, আইনি পথ প্রশস্ত করতেই বিনিয়োগকারীরা ধাপে ধাপে এগোচ্ছে। তারা আর লাল-হলুদে বিনিয়োগ করতে রাজি নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement