বিশ্ব মঞ্চে সোনা জিততে তৈরি সিন্ধু

গ্লাসগো যাওয়ার আগে রিও অলিম্পিক্স থেকে রুপো জয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড় আত্মবিশ্বাসী মেজাজে বলছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জয়ের লক্ষ্যেই গ্লাসগো যাচ্ছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০৫:০৩
Share:

আত্মবিশ্বাসী: খেলার ধরন বদলে ফেলেছেন সিন্ধু। —ফাইল চিত্র।

সোমবার থেকে গ্লাসগোতে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আর সেই টুর্নামেন্ট জেতার ব্যাপারে অন্যতম ফেভারিট পিভি সিন্ধু।

Advertisement

গ্লাসগো যাওয়ার আগে রিও অলিম্পিক্স থেকে রুপো জয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড় আত্মবিশ্বাসী মেজাজে বলছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জয়ের লক্ষ্যেই গ্লাসগো যাচ্ছি।’’ তবে একই সঙ্গে সিন্ধু এটাও বলে দিয়েছেন, ‘‘কাজটা যদিও সহজ নয়। অতীতে কী হয়েছে তা ভুলে যান। পুরনো খ্যাতি বা অলিম্পিক্স পদক ভুলে নতুন করে সাফল্য পাওয়ার জন্য ঝাঁপাতে হবে গ্লাসগোতে।’’

সিন্ধু আরও বলেন, ‘‘গত কয়েক সপ্তাহ বিশ্রামের পরে গোটা বিশ্বের সেরা খেলোয়াড়রা টুর্নামেন্টে নামবে। র্যাঙ্কিংয়ে প্রথম কুড়ি জনের মধ্যে তফাৎ কিন্তু উনিশ-বিশ। সুতরাং শারীরিক ভাবে ফিট না থাকলে শুরুতেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’’

Advertisement

নিজের প্রস্তুতি সম্পর্কে সিন্ধু বলছেন, ‘‘গত কয়েক সপ্তাহে ফিটনেস ট্রেনিং-এ জোর দিয়েছিলাম। আগে খুব অধৈর্য্য ছিলাম। দ্রুত স্ট্রোক নিতে ভালবাসতাম। কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণের পাশাপাশি বিপক্ষকে ক্লান্ত করার কৌশলও আয়ত্ব করেছি। ফলে অনেকটাই বদলেছে আমার খেলার ধরন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সব কিছু ঠিক চললে চ্যাম্পিয়ন হতেই পারি।’’

বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে ব্রোঞ্জ পদকের বেশি এগোতে পারেননি সিন্ধু। কিন্তু গত এক বছরে অনেকটাই বদলেছে সিন্ধুর পারফরম্যান্স। সিন্ধু ছাড়াও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এবং মহিলাদের সিঙ্গলসে সোনা জেতার দৌড়ে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ভারতীয়দের। যে তালিকায় রয়েছেন সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্ত, বি সাই প্রণীত, এইচএস প্রণয় এবং পারুপল্লি কাশ্যপরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement