লক্ষ্য অল ইংল্যান্ড

ছেলেদের বিরুদ্ধে খেলে নিজেকে তৈরি করছেন সিন্ধু

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ যে এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য আগেই স্বীকার করেছেন। তবে তাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে চাপে পড়তে চান না পিভি সিন্ধু।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৫৯
Share:

সিন্ধুর সামনে নতুন পরীক্ষা।

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ যে এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য আগেই স্বীকার করেছেন। তবে তাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে চাপে পড়তে চান না পিভি সিন্ধু। মার্চের গোড়ায় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা শুরু হবে বার্মিংহামে। তার আগে রবিবার সিন্ধু বলেছেন, ‘‘অল ইংল্যান্ড আমার কাছে কিন্তু আর পাঁচটা টুর্নামেন্টের মতোই। খেলোয়াড় হিসেবে তো আমাকে সেই একই প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হবে।’’ সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দ ও কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন ছাড়া আর কোনও ভারতীয় অল ইংল্যান্ড জেতেননি। দু’বছর আগে সাইনা নেহওয়াল ফাইনালে হেরে যান ক্যারোলিনা মারিনের কাছে।

Advertisement

এ বছর সিন্ধু ও সাইনা দু’জনই মেয়েদের সিঙ্গলসে একই অর্ধে আছেন। প্রথম রাউন্ডে সিন্ধুর লড়াই বিশ্বের ৩৩ নম্বর ডেনমার্কের মেটে পলসেনের বিরুদ্ধে। সাইনার চ্যালেঞ্জ প্রথম রাউন্ডে গত বারের চ্যাম্পিয়ন জাপানের নোজোমি ওকুহারার। বিশ্বের পাঁচ নম্বর সিন্ধু প্রাথমিক রাউন্ডের বাধা টপকালে তাঁর সামনে কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর তাই জু ইং-এর কড়া লড়াই অপেক্ষা করতে পারে। যাঁর বিরুদ্ধে গত বছর হংকং ওপেন-সহ পাঁচ বার হেরেছেন হায়দরাবাদি তারকা। তাইজু-কে যদি হারাতে পারেন তিনি, তা হলে সেমিফাইনালে সাইনা বনাম সিন্ধুর দেখা হওয়ার সুযোগ রয়েছে। তবে এখনই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের নিয়ে ভাবতে চান না রিও অলিম্পিক্সের রুপোজয়ী। ‘‘টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচই একই রকম গুরুত্বপূর্ণ। প্রস্তুতি নিতে আমি প্র্যাকটিস করছি ছেলেদের বিরুদ্ধে ম্যাচ খেলে। এটা খুব সাহায্য করছে। কোনও টেনশন নেই। নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি,’’ বলেছেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টারগার্ল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement