PV Sindhu

তাইল্যান্ডে হার সিন্ধুর

প্রথম গেমে ৯-১২ স্কোরে পিছিয়ে থেকেও সিন্ধু ম্যাচে ফিরেছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ০৫:৫৩
Share:

ফাইল চিত্র।

আবার হেরে গেলেন পি ভি সিন্ধু। এ বার তাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে ভারতীয় তারকার বিরুদ্ধে জিতলেন রাতচানক ইনতানন ২১-১৩, ২১-৯ গেমে। হতাশ সিন্ধু স্বীকার করলেন, ম্যাচে তাঁকে প্রচুর ভুলের খেসারত দিতে হয়েছে। তাঁর কথায়, ‘‘প্রচুর ভুল করেছি। সহজ সব পয়েন্ট তুলে দিয়েছি প্রতিপক্ষকে। নিজের সেরা খেলাও খেলতে পারিনি। দিনটা আমার ছিল না। জানি, এত ভুল করলে কখনওই জেতা যায় না।’’

Advertisement

প্রথম গেমে ৯-১২ স্কোরে পিছিয়ে থেকেও সিন্ধু ম্যাচে ফিরেছিলেন। ফল একসময় ১৩-১৩ হয়ে যায়। কিন্তু তার পরেই ইনতাননের গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে একের পর এক ভুল করতে থাকেন সিন্ধু। এবং টানা আটটি পয়েন্ট জেতেন ইনতানন। আর দ্বিতীয় গেমে শুরু থেকেই ছন্দে ছিলেন না বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় তারকা। ‘‘আর একটু নিয়ন্ত্রিত ব্যাডমিন্টন খেলতে পারলে কিছুতেই এ ভাবে হারতাম না। বিশেষ করে প্রথম গেমটা জিততে পারলে,’’
বলেছেন হতাশ সিন্ধু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement