পিভি সিন্ধু। ছবি: টুইটার।
পদ্মভূষণের জন্য সোমবার পিভি সিন্ধুর নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাল ক্রীড়ামন্ত্রক। চলতি বছরে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পর আবার কোনও ক্রীড়াবিদের নাম পদ্মভূষনের জন্য পাঠাল ক্রীড়ামন্ত্রক।
মাত্র ২২ বছর বয়সেই একের পর এক কৃতিত্ব অর্জন করার জন্য সিন্ধুর নাম পাঠানো হয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: এই ক্যাচও নেওয়া যায়! দেখালেন মনীশ পাণ্ডে, দেখুন ভিডিও
আরও পড়ুন: সচিনের টিপস নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল রাহানে
অলিম্পিকে রূপো, গ্লাসগো বিশ্বচ্যাম্পিয়ানশিপে রূপো জেতার পর সদ্য সমাপ্ত কোরিয়া ওপেন সুপার সিরিজে নিজের জাদু দেখিয়েছেন হায়দরাবাদি এই শাটলার। জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারাকে হারিয়ে প্রথম ভারতীয় শাটলার হিসেবে কোরিয়া ওপেন জিতেছেন সিন্ধু। শুধু কোরিয়া ওপেনই নয়, সৈয়দ মোদী চ্যাম্পিয়ানসিপ এবং ইন্ডিয়া ওপেন সুপার সিরিজেও নিজের ঝলক দেখিয়েছেন সিন্ধু।
এর আগে ২০১৬ সালে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন সিন্ধু। ২০১৫ সালে সিন্ধুকে পদ্মশ্রীতে ভূষিত করেছিল ভারত সরকার। ২০১৩ সালে অর্জুন পুরস্কারও পেয়েছিলেন তিনি।