PV Sindhu

তাইল্যান্ড সফরে সিন্ধুর লক্ষ্য অলিম্পিক্সের প্রস্তুতি

১২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ইয়োনেক্স তাইল্যান্ড ওপেনে সিন্ধু-সহ ভারতের ৮জন এমন খেলোয়াড় যোগ দিতে চলেছেন যাঁরা অলিম্পিক্সে যেতে পারেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৯:৫০
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র

জাতীয় ক্যাম্প ছেড়ে ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন পিভি সিন্ধু। অলিম্পিক্সের জন্য নিজেকে তৈরি করতে অক্টোবরে ব্রিটেনে যান তিনি। এবার তাইল্যান্ড সফরে গিয়ে সেই প্রস্তুতি আরও মজবুত করতে চান ২০১৬ অলিম্পিক্সে রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা।

Advertisement

২৫ বছরের এই ব্যাডমিন্টন তারকা বলেন, “আমার ট্রেনিং খুব ভাল হয়েছে। এখানে প্রশিক্ষন কেন্দ্র জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিল। তাই অসুবিধা হয়নি ট্রেনিংয়ে।” ব্রিটেনে ফের লকডাউন শুরু হওয়ায় দেশ ছেড়ে বেরোতে পারেননি সিন্ধু। তাইল্যান্ড যাওয়ার জন্য যদিও কোনও বাধা নেই বলেই এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন সিন্ধু। তিনি বলেন, “জানুয়ারির প্রথম সপ্তাহেই তাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে যেতে কোনও বাধা নেই।”

১২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ইয়োনেক্স তাইল্যান্ড ওপেনে সিন্ধু-সহ ভারতের ৮জন এমন খেলোয়াড় যোগ দিতে চলেছেন যাঁরা অলিম্পিক্সে যেতে পারেন। সিন্ধু ছাড়াও সেখানে খেলবেন সাইনা নেহওয়ালও। জানুয়ারিতে তাইল্যান্ডে ৩টে প্রতিযোগিতা হওয়ার কথা। অলিম্পিক্সের আগে সেখানেই নিজেদের মেপে নেওয়ার সুযোগ পাবেন প্রতিযোগীরা।

Advertisement

আরও পড়ুন: ব্র্যাডম্যানের প্রথম টেস্ট টুপি নিলামে, দাম উঠল আড়াই কোটি টাকারও বেশি

আরও পড়ুন: করোনা বিধি পরিবর্তন হয়েছে, জানতেন না রায়না​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement