বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু। —ফাইল চিত্র
টানা তিন বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। আজ, শনিবার বিশ্বের তিন নম্বর চিনের চেন উফেই-কে ২১-৭, ২১-১৪ হারান তিনি।
অন্য সেমিফাইনালে মুখোমুখি রাচানক ইন্তানন ও ওকুহারা। তাঁদের লড়াইয়ে যে জিতবেন, তাঁর সঙ্গে ফাইনালে লড়াই হবে সিন্ধুর।
এখনও পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা অধরা বিশ্বের ছ' নম্বর সিন্ধুর। শেষ দু’ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। দেশে তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তার আগে জিতেছেন দু’ বার ব্রোঞ্জ।
এবার সোনা জেতার সুযোগ এসে গিয়েছে হায়দরাবাদের তারকার সামনে। আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে পরিচিতি রয়েছে সিন্ধুর। গত বারের চ্যাম্পিয়ন চেন উফেই-এর বিরুদ্ধে নামার আগে অবশ্য মুখোমুখি সাক্ষাতে ৫-৩ এগিয়ে ছিলেন সিন্ধু।
আরও পড়ুন: ইতিহাস প্রণীতের
ম্যাচ জিতে সিন্ধু বলেন, "দারুণ লাগছে, কিন্তু আমি সন্তুষ্ট নই এই জয়ে। শুরু থেকে লিড বজায় রাখলেও শেষের দিকে কিছু আনফোর্সড এরর করে ফেলি যা উচিত্ হয়নি। কালকে ফাইনালে যার বিরুদ্ধেই খেলতে হোক আমি তৈরি। দু'জনের বিরুদ্ধেই আগে খেলেছি। আমাকে আমার সেরাটা দিতে হবে জেতার জন্য।"
গত মাসে ইন্দোনেশিয়া ওপেনে চেনকে স্ট্রেট গেমে হারিয়েছিলেন সিন্ধু। বাসেলে শেষ চারে আবার সেই দাপট দেখার অপেক্ষায় ছিলেন সিন্ধু-ভক্তরা। হতাশ করেননি তারকা ভারতীয়। শুরু থেকেই সার্ভিসে দাপট দেখান সিন্ধু। প্রথম গেম খুব সহজেই জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমে চেন কিছুটা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু, সিন্ধুর আগ্রাসী ব্যাডমিন্টনের সামনে চেন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।
বারবার ফাইনালে উঠেও সোনা হারানোর যন্ত্রণা এ বার ভুলতে চাইবেন গোপীচন্দের ছাত্রী, এ কথা বলাই বাহুল্য। তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।