PV Sindhu

জাকার্তাতেও ব্যর্থ সিন্ধু

হেরে গেলেও জাকার্তায় কিন্তু শুরুটা ভাল করেছিলেন গোপী চন্দের ছাত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ০৪:২৯
Share:

ফের ব্যর্থ সিন্ধু।—ফাইল চিত্র।

জাকার্তাতেও কাটল না পি ভি সিন্ধুর দুঃসময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছেন ভারতীয় তারকা। গত সপ্তাহেই মালয়েশিয়া মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে তাই জু ইংয়ের কাছে হেরে বিদায় নেন। বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি হল ইন্দোনেশিয়া মাস্টার্সে। এ বার অবশ্য তাঁকে হারালেন জাপানের সায়াকা তাকাহাশি।

Advertisement

হেরে গেলেও জাকার্তায় কিন্তু শুরুটা ভাল করেছিলেন গোপী চন্দের ছাত্রী। বেশ দাপট নিয়ে প্রথম গেম তিনি ২১-১৬ পয়েন্টে জেতেন। কিন্তু পরের দু’টি গেমে শেষরক্ষা করতে পারেননি। তাকাহাশি জিতে নেন ২১-১৬, ২১-১৯ ফলে‌।

টোকিয়ো অলিম্পিক্সের আগে সিন্ধুর টানা ব্যর্থতা নিয়ে ব্যাডমিন্টন মহল যথেষ্ট উদ্বিগ্ন। বিশেষ করে কোরীয় কোচ তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে। জাকার্তায় এ দিন সিন্ধুর হার দিয়েই শেষ হয়ে গেল ভারতীয়দের যাবতীয় লড়াই। আগেই বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল, কিদম্বি শ্রীকান্ত, বি সাই প্রণীত, সৌরভ বর্মারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement