PV Sindhu

১০ লক্ষ সিন্ধুর, দান করার বার্তা ধওয়নের

ভারতের ওপেনার শিখর ধওয়ন দেশের মানুষের কাছে দান করার আবেদন করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ০৫:৩০
Share:

মানবিক: সবাইকে একজোট হয়ে লড়তে বলছেন সিন্ধু।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১০ লক্ষ টাকা দান করলেন পি ভি সিন্ধু।বৃহস্পতিবার তাঁর টুইট, ‘‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমি পাঁচ লক্ষ টাকা করে তেলঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলাম।’’ সিন্ধু এর আগে ভিডিয়ো পোস্ট করে আবেদন করেন, ‘‘সুরক্ষিত থাকুন। এই কঠিন সময়ে আমরা সবাই একজোট হয়ে করোনাকে হারাতে পারি।’’

Advertisement

ভারতের ওপেনার শিখর ধওয়ন দেশের মানুষের কাছে দান করার আবেদন করেছেন। তাঁর টুইট, ‘‘বাড়িতেই থাকুন। নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আমি আমার দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি। আপনারাও এগিয়ে আসুন।’’

এর আগে তারকা কুস্তিগির বজরং পুনিয়া ছ’মাসের বেতন দান করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। প্রাক্তন ভারতীয় ওপেনার এবং সাংসদ গৌতম গম্ভীরও সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেওয়ার কথা বলেছেন। আর এক ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও এগিয়ে এসেছেন অর্থসংগ্রহের জন্য। যাতে দেশের বিপন্ন মানুষদের খাবার আর জরুরি জিনিসপত্র সরবরাহ করার ক্ষেত্রে সাহায্য করা যায়।

Advertisement

রিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধুর টোকিয়ো অলিম্পিক্সে যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত ছিল। বিশ্বর‌্যাঙ্কিংয়ে তিনি ধারাবাহিকতা ধরে রাখার জন্য। কিন্তু খেলোয়াড় জীবনের দ্বিতীয় অলিম্পিক্সে নামার জন্য সিন্ধুকে ২০২১ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন। অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায়। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা চলতি মাসে ঘোষণা করেছিল, ওয়ার্ল্ড টুর এবং ১৬ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত অন্য সমস্ত প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে। অনেক খেলোয়াড়ই বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার কাছে বিশ্ব র‌্যাঙ্কিং এখন যা রয়েছে সেটাই ধরে রাখার আবেদন করেছেন। যাতে অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের দিক থেকে যে খেলোয়াড় যতটা এগিয়েছে, আবার প্রতিযোগিতা শুরু হওয়ার পরে সেখান থেকেই যেন শুরু করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement