কোরিয়া ওপেন জয়ী পিভি সিন্ধু। ছবি: এএফপি।
কোরিয়া ওপেনের ফাইনালে জাপানি প্রতিপক্ষ নজোমি ওকুহারাকে হারিয়ে ফের এক বার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন পিভি সিন্ধু। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওকুহারাকে ২২-২০, ১১-২১ এবং ২১-১৮-এ হারিয়েছেন এই হায়দরাবাদী শাটলার। শুধু ওকুহারাকে পরাস্তই করেননি, নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের প্রতিশোধও।
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিশোধ, কোরীয় ওপেনে বাজিমাত্ সিন্ধুর
আরও পড়ুন: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে অস্থায়ী গ্যালারি ভেঙে আহত ৩ সমর্থক
সিন্ধুর এই জয়ের পর বিভিন্ন মহলের মানুষের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে চলেছেন তিনি। বীরেন্দ্র সহবাগ থেকে নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সিন্ধুকে।
নিজের টুইটার হ্যান্ডলে সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লেখেন, “কোরিয়া ওপেন সুপার সিরিজ জয়ের জন্য তোমাকে শুভেচ্ছা পিভি সিন্ধু। তোমার জন্য দেশ গর্বিত।”
অন্য দিকে, সিন্ধুকে কিংবদন্তি হিসেবে ব্যাখ্যা করে বীরেন্দ্র সহবাগ লেখেন, “২২ বছর বয়সেই পিভি সিন্ধু কিংবদন্তি হয়ে গিয়েছেন। অসাধারণ খেলোয়াড়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনাল জেতার জন্য অসংখ্য শুভেচ্ছা।”