পি ভি সিন্ধু। — ফাইল চিত্র।
দীর্ঘ দিনের ট্রফি খরা কাটালেন পি ভি সিন্ধু। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সৈয়দ মোদী ব্যাডমিন্টনে মহিলাদের বিভাগে ট্রফি জিতলেন। ফাইনালে হারালেন চিনের উ লুয়ো ইউকে। আরও দুই ভারতীয় ট্রফি জিতেছেন। তাঁরা হলেন লক্ষ্য সেন এবং ব্যাডমিন্টন জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও।
২৯ বছরের সিন্ধু রবিবার লখনউয়ে ইউকে হারিয়েছেন ২১-১৪, ২১-১৬ গেমে। এই নিয়ে তিন বার এই প্রতিযোগিতায় জিতলেন। এর আগে ২০১৭ এবং ২০২২ সালে জিতেছিলেন। দু’বছর চার মাস পর কোনও ট্রফি জিতলেন সিন্ধু। শেষ বার ২০২২-এর জুলাইয়ে জিতেছিলেন সিঙ্গাপুর ওপেন। গত মে মাসে মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে উঠলেও হেরে যান।
ছেলেদের সিঙ্গলস ফাইনালে ভাল ফর্মে ছিলেন লক্ষ্যও। তিনি সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেহকে হারান ২১-৬, ২১-৭ গেমে। গোটা ম্যাচেই নিয়ন্ত্রণ রেখেছিলেন তিনি। প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় তাঁর। ফলে এই জয় আগামী মরসুমের জন্য যে আত্মবিশ্বাস বাড়াল তা বলাই যায়।
তার আগে মহিলাদের ডাবলস জেতে তৃষা এবং গায়ত্রী। তাঁরা ২১-১৮, ২১-১১ গেমে হারান চিনের বাও লি জিং এবং লি কিয়ানকে। এই প্রতিযোগিতায় প্রথম বার জিতলেন তাঁরা। ২০২২ সালে রানার্স-আপ হয়েছিলেন।
এ ছাড়া বাকি দু’টি ফাইনালেও ছিলেন ভারতীয় জুটি। তবে জিততে পারেননি। ছেলেদের ডাবলস ফাইনালে প্রুথ্বী কৃষ্ণমূর্তি রায় এবং সাই প্রতীক ১৪-২১, ২১-১৯, ১৭-২১ হারেন চিনের হুয়াং ডি এবং লিউ ইয়াংয়ের বিরুদ্ধে। মিক্সড ডাবলস ফাইনালে তানিশা ক্রাস্টো এবং ধ্রুব কপিলা ২১-১৮, ১৪-২১, ৮-২১ হারেন তাইল্যান্ডের দেচাপল পুয়ানাভারানুক্রো এবং সুপিসারা পাইসামপ্রানের কাছে।